
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইন্ডিয়ান আইডল ১৫ তে এবার সেরা ১৫ জনের মধ্যে ৭ জন প্রতিযোগী হলেন বাঙালি! আর তাঁদের অন্যতম হলে মানসী ঘোষ, যিনি নিজের স্বভাব এবং গায়কী দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে। এবার তিনি জানালেন তাঁদের জীবনের কিছু ইচ্ছের কথা। কী কী বললেন ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর প্রতিযোগী?
আরও পড়ুন: 'দর্শনা বণিক বাঙালি জাতির লজ্জা', সৌরভ-পত্নীর উপর চটে লাল নেটপাড়া, কী কাণ্ড ঘটিয়েছেন নায়িকা?
এদিন মানসী ঘোষ একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে তাঁকে তাঁর বিভিন্ন বিষয় পছন্দ অপছন্দের কথা বলতে শোনা গেল। সেখানেই মানসী জানান তিনি সোনু নিগমের সঙ্গে কাজ করতে চান। নিজের জীবন বদলে ফেলতে চান শাকিরার সঙ্গে। তাঁর কথায়, 'আমি সোনু নিগম স্যারের সঙ্গে কোলাবোরেশন করতে চাই। আমার কাছে উনিই একমাত্র লেজেন্ড। আমি আমার জীবন শাকিরার সঙ্গে বদলাতে চাই। আমি দেখতে চাই যে বড় বড় তারকারা বাইরে কীভাবে পারফর্ম করেন। সেখানকার কনসার্ট ভারতের থেকে কতটা আলাদা হয়। তাছাড়া আমার ওকে এমনিও খুব ভালো লাগে।'
এদিন মানসী আরও জানান, 'আমি চাই আমার সুপার পাওয়ার হোক যে আমি যেন সব গান নিখুঁত সুরে গাইতে পারি। একদম পারফেক্ট সুরে। আমার সুইজারল্যান্ড খুব পছন্দের। আমি ওখানে ঘুরতে যেতে চাই। আর ঘুরতে যদি যাই তাহলে পারফর্ম করতে কেন নয়?'
মানসী জানান তিনি যদি কখনও পছন্দের বাদ্যযন্ত্র কেনেন তাহলে সেটা অবশ্যই ইলেকট্রিক গিটার হবে। আর তাঁকে কেউ ম্যাশাপ গাইতে বললেন তিনি শ্রেয়ার লাট্টুর সঙ্গে শাকিরার হিপস ডোন্ট লাই -কে মিশিয়ে দেবেন!
প্রসঙ্গত ইতিমধ্যেই মানসী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। অনেকেই তাই তাঁর এই ভিডিয়োতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনার গানের গলা খুব সুন্দর।' আরেকজন লেখেন, 'খুব সুন্দর। এভাবেই এগিয়ে যাও। এবারের Indian Idol বাঙালিময়। প্রথম পদ অধিকার করো এই কামনাই করি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তুমি অনেক বড় হবে, কিন্ত মাটিতে পা রেখে চলতে কখনও ভুলো না।'
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports