ইন্ডিয়ান আইডলের মঞ্চে প্রেমের গন্ধ থাকবে না তাও কি সম্ভব? সিজনের শুরুতে সিঙ্গল থাকার শপথ বাক্য় পাঠ করেছিলেন কলকাতার ছেলে সৃজন পোরেল। কিন্তু তাঁরই দুই বাঙালি সহ-প্রতিযোগির মনে নাকি এখন ঘোর বসন্ত! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সিজন ১৫-র দুই প্রতিযোগি মিশমি বসু এবং প্রিয়াংশু দত্তর একটি রিল, সেখানে খালি গলায় ‘ও সজনি রে’ গাইতে শোনা গিয়েছে দুজনকে। আরও পড়ুন-মিমির বাড়ি হইচই, প্রেমিকাকে আগলে জন্মদিন কাটল অনিন্দ্যর, সুইমিং ট্রাঙ্কে ধরা দিলেন পুঁটির নায়ক
সেই রিল ভিডিয়ো ঘিরে তোলপাড়। সোশ্যালে ভাইরাল ভিডিয়ো দেখে অনেকের মনেই প্রশ্ন তব কি তাঁরা প্রেম করছেন? এবার এই নিয়েই সঞ্চালক আদিত্য নারায়ণের প্রশ্নের মুখে পড়লেন দুজনে। মঞ্চের পিছনে লাগানো পর্দায় রিল ভিডিয়ো প্লে হতেই প্রিয়াংশু বলে বসেন,'এইসব দেখাবেন না। এই রিল দেখে অনেকের মনেই ভুল ধারণা হয়েছে'।
এরপর প্রিয়াংশু বলেন, এই ভিডিয়ো দেখার পর নাকি মিশমির দিদিমা তাঁকে ডেকে পাঠিয়েছিলেন, এবং রীতিমতো জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে। শুনে হাসি থামেনি আদিত্যর। হেসে ফেলেন শ্রেয়া-বিশালরাও। প্রিয়াংশু বলেন, ‘হ্যাঁ, মিশমির দিদিমা আগে রীতিমতো ডেকে জেরা করেছেন। জানতে চেয়েছেন, আমাদের মধ্যে কী চলছে?’
এরপর দর্শকাসনে বসা দিদিমার কাছে পৌঁছে যান আদিত্য। মাইক সামনে পেয়ে অবশ্য ভোলবদল মিশমির দিদিমার, তবে তিনি যা বললেন তা শুনে হাসির খোরাক হলেন প্রিয়াংশু। তিনি বলেন, ‘আমি সব দেখি,সব বুঝতে পারি। ওরা তো বন্ধু, ভাই-বোনের মতো সম্পর্ক।’ মিশমির দিদিমার কথা শুনে থ আদিত্য। বললেন, ‘দিদিমা তো বন্ধুও নয়, পুরো ভাই বানিয়ে ছাড়ল’। নাতনি প্রিয়াংশুর সঙ্গে রোম্যান্টিক গান গাইছে , সেই ব্যাপারে জানতে চাইলেও দিদিমা অনড়। তিনি বললেন, ‘ওটা তো ভাইবোনের ভালোবাসা’। এমন কথা শুনে বাকি প্রতিযোগিরা মাথ চাপড়াতে শুরু করে, ওদিকে প্রিয়াংশুকে বেশ হতাশ দেখালো।
বিচারক শ্রেয়া ঘোষাল প্রিয়াংশুর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘ওকে তো ফ্রেন্ড জোনও নয়, সোজা ভাই-জোন করে দিলেন উনি’।
ইন্ডিয়ান আইডল ১৫ তে বাঙালি প্রতিযোগিরা
ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র মঞ্চে সেরা ১৬-তে জায়গা করে নিয়েছেন বাংলার সাত প্রতিযোগী। তালিকায় রয়েছেন, শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। এছাড়াও গুয়াহাটি, অসমের বাঙালি কন্যা মিশমি বসুও সেরা ১৬-তে নিজের জায়গা পাকা করেছে। এলিমিনেশনের কাঁটা পার করে এখনও ট্রফির দৌড়ে টিকে রয়েছেন সকলেই।