পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা। এই যাত্রাপথটা মোটেই মসৃণ ছিল না অভিনেত্রী সানি লিওনির কাছে। এখনও পর্যন্ত নানা ট্রোল, কটাক্ষ, তীর্যক মন্তব্যের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। কালো অতীতে বার বারই তাঁর সামলে তুলে ধরে কটাক্ষ করেন একাংশ নেটিজেন। যদিও এ সব কোনও কিছুই পরোয়া করেন না অভিনেত্রী।
জনসমক্ষে মেয়ে নিশাকে উপেক্ষার অভিযোগ! নেটিজেনের হাতে ট্রোল হয়েছিলেন অভিনেত্রী সানি লিওনি। সেই সময় স্বামী ড্যানিয়েল ওয়েবার স্ত্রী সানির পক্ষ নিয়ে মুখ খুলেছিলেন। জনসাধারণের প্রতিক্রিয়াকে অযৌক্তিক বলে দাবি করেছিলেন ড্যানিয়েল। জানিয়েছিলেন, পরিবারের কাছে নিশা ‘রাজকন্যা’র মতো।
পাপারাৎজির তোলা একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, সানি লিওনি তিন ছেলেমেয়ে— নিশা, নোয়া এবং আশেরকে নিয়ে সিঁড়ি থেকে নামছেন। ভিডিয়োতে সানিকে দুই ছেলে নেয়া এবং আশেরের হাত ধরে নামতে দেখা যাচ্ছে। অন্যদিকে, খুদে নিশা একা একাই টুক টুক করে সিঁড়ি থেকে নামছে। আর সেখানেই আপত্তি নেটিজেনের।

ভিডিয়ো দেখে নানা রকমের কটূক্তি উড়ে আসে সানির বিরুদ্ধে। এক নেটিজেন ভিডিয়োর মন্তব্য বাক্সে লিখেছেন, নিশা দত্তক নেওয়া, তাই তাঁকে সানি ততটা মনোযোগ দেন না। কারও মন্তব্য, শুধুমাত্র লোক দেখানোর জন্য নিশাকে দত্তক নিয়েছেন তাঁরা। আবার কেউ লিখেছেন, ‘শিশুটিকে প্রশ্ন করুন, ওর সঙ্গে ভালো ব্যবহার করা হয় কি না?’ মা হিসেবে সানির যোগ্যতা নিয়েও চলে বিস্তর কাটাছেঁড়া।
এই প্রথন নয়, এর আগেও নিশার প্রতি বিভেদমূলক আচরণের সানির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এ বিষয় এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কোনও নেতিবাচক মন্তব্য পড়ি না। কিন্তু ড্যানিয়েল পড়ে। আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সব দিক নিয়েই ও খুব সচেতন। নেতিবাচক মন্তব্যগুলি পড়ে ও খুব কষ্ট পায়। কষ্ট আমারও হয়। কিন্তু আমরা দু’জনেই তো মনমরা হয়ে বসে থাকতে পারব না। শুধু মাত্র একটি ছবি বলে দিতে পারে না অভিভাবক হিসেবে আমরা কেমন।’ সানির বক্তব্য, অভিভাবক হিসেবে নিজেদের দায়িত্ব সম্পর্কে ড্যানিয়েল এবং তিনি যথেষ্ট সচেতন।
২০১৭ সালে মহারাষ্ট্রের এক অনাথ আশ্রম থেকে নিশাকে দত্তক নেন সানি এবং ড্যানিয়েল। তখন নিশার বয়স ছিল মাত্র দু'মাস। ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে দম্পতির দুই পুত্রসন্তান হয়— নোয়া এবং আশের।