পরবর্তী খবর
বাংলা নিউজ > বায়োস্কোপ > নিজের হৃদপিণ্ডের ছবি শেয়ার হৃতিকের, লিখলেন আবেগঘন বার্তা
ইনস্টাগ্রামে নিজের হৃদপিণ্ডের ছবি পোস্ট করলেন হৃতিক রোশন। সঙ্গে লিখলেন একটি আবেগঘন বার্তা। হৃতিকের বার্তায় মুগ্ধ হন বলিউড তারকা থেকে শুরু করে ফ্যানেরা।
গতরাতে পোস্ট করা ছবির ক্যাপশনে হৃতিক লেখেন, আমার হৃদপিণ্ডের আকৃতি। আমরা সকলেই কতটা দুর্বল। যদি প্রত্যেকের কাছ থেকে সবসময় ভালবাসা পাওয়ার জন্য অবচেতনে আমাদের জীবনের অর্ধকের বেশি সময় খরচের প্রয়োজন না । তাই সহজেই আমরা ভুলে যাই যে আমরা সবাই এক। প্রেম দিয়ে তৈরি।
হৃতিকের পোস্টে মুগ্ধ হন সবাই। কয়েকজন ফ্যান মন্তব্য করেন, তাঁর হৃদপিণ্ড ভালো রয়েছে। পিছিয়ে ছিলেন না বলিউডে হৃতিকের সহকর্মীরাও। দিয়া মির্জা লেখেন, দারুণ। কী সুন্দর ! প্রীতি জিন্টা হাততালি ইমোজি দিয়ে কমেন্ট করেন।