
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বাংলার সবচেয়ে চর্চিত ওটিটি প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। পাঁচে পা দিল এই প্ল্যাটফর্ম। এদিন দর্শকদের সারপ্রাইজ দিতে একগুচ্ছ চমক উপহার ডিজিট্যাল প্ল্যাটফর্মের তরফে। এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একসঙ্গে ২০ টি আসন্ন অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা সেরেছে এই ওটিটি প্ল্যাটফর্ম।
এরই মধ্যে চমক দিয়ে এবার অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। সৌজন্যে ‘মন্দার’। শেক্সপিয়ারের কালজয়ী উপন্যাস ম্যাকবেথ-কে এই সময়ের মতো করে তুলে ধরবেন তিনি। অভিনয়ে দেখা যাবে সোহিনী সরকারকে।
অন্যদিকে, অভিনেতা অনির্বাণকেও একধিক ওয়েব সিরিজে দেখতে পাবে দর্শক।ব্যোমকেশের সাত নম্বর সিজন নিয়ে হাজির হচ্ছেন তিনি। সঙ্গী হবেন অর্জুন চক্রবর্তী, ঊষসী রায়, চন্দন সেনরা। ‘চোরাবালি’ অবলম্বনে ব্যোমকেশের এই নতুন সিজন ‘ব্যোমকেশ চোরাবালি’।
অনির্বাণ থাকবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘টিকটিকি’তে। মুখ্য চরিত্রে থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। এছাড়া আরও এক নতুন গোয়েন্দা গল্প নিয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য। স্বপন কুমারের ট্রেন্ড সেটিং ক্রাইম ফিকশন নিয়ে তৈরি হবে ‘বটতলার গোয়েন্দা’।
৳7,777 IPL 2025 Sports Bonus