বাংলা নিউজ > বায়োস্কোপ > এই জন্মদিন হাঙ্গেরিতে কাটাচ্ছেন তাপসী, সাইকেল চালিয়ে চষে বেড়াচ্ছেন গোটা শহর
পরবর্তী খবর
শীঘ্রই ‘ডানকি’ ছবিতে কিং খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে। আজ অভিনেত্রীর জন্মদিন। ৩৫-এ পা রাখলেন তাপসী। বলিউডে দীর্ঘ দিনের কেরিয়ার। পর্দায় একাধিকবার স্পোর্টস পার্সনের ভূমিকায় দেখা মিলেছে তাঁর। চলতি বছর জন্মদিনটা হাঙ্গেরিতে কাটাচ্ছেন তাপসী।
হাঙ্গেরিতে তাপসীর ট্রাভেল ডায়েরি থেকে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। বিদেশের মাটিতে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। এই সফরে তাপসীর সঙ্গে দেখা মিলেছে অভিনেতা অভিলাষ থাপলিয়ালের। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী সিনেমা ‘ডানকি’-এর একটা গানের শ্যুটিংও হাঙ্গেরিতে করবেন অভিনেত্রী। দেখুন তাপসী এই জন্মদিনে কাটানো বেশ কিছু দুর্দান্ত মুহূর্তের ছবি-
আরও পড়ুন: ৫টি দেশ ১০টি শহর ঘুরে ‘বাওয়াল’ করলেন বরুণ-জাহ্নবী! ফাটিয়ে মজা করলেন বিদেশে