বর্তমানে বলিউডের সঙ্গে সেই ভাবে যোগাযোগ না থাকলেও হিন্দি সিনেমার কথা উঠলেই গোবিন্দার প্রসঙ্গও উঠে আসে। অভিনয় তো বটে, একজন অসাধারণ ডান্সার হিসেবেও তিনি নিজেকে বারবার প্রমাণিত করেছিলেন। গোবিন্দার মতো জনপ্রিয়তা না থাকলেও বাবার মতো সুপুরুষ হয়েছেন ছেলে যশবর্ধন।
কিছু মাস আগে একই মঞ্চে বাবার সঙ্গে নাচ করে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিলেন যশবর্ধন। এবার ফের আরও একবার খবরে শিরোনামে উঠে এল গোবিন্দা পুত্রের নাম। ভ্যালেন্টাইন উইকন্ডে মায়ের সঙ্গে ডিনার সেরে বেরোনোর সময় ছবি শিকারীদের সম্মুখীন হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: পিসতুতো ভাই আদরের মেহেন্দিতে হাজির করিনা-করিশ্মা! পঞ্জাবি গানে নেচে আসর জমালেন আলিয়া-রণবীর
আরও পড়ুন: ৬ মাস পরে স্ত্রী ২-র প্রশংসায় পঞ্চমুখ করণ! কী বললেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় যশবর্ধনের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি পরেছিলেন একটি সাদা রঙের শার্ট, ডেনিম জ্যাকেট এবং বাদামি ট্রাউজার। চোখে গোল ফ্রেম যুক্ত চশমা এবং পায়ে নীল রঙের স্নিকার্স। সুনিতা পরেছিলেন লাল রঙের একটি গাউন।
যশবর্ধনকে দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন দর্শকরা। সৌন্দর্যের জন্য নয়, অন্য এক কারণে যশবর্ধনকে দেখে অবাক হয়েছেন সকলে। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে যশবর্ধনকে এক ঝলক দেখলেই যেন মনে হবে তিনি রণবীর কাপুর এবং হৃতিক রোশনের সংমিশ্রণ।
আচমকা গোবিন্দা পুত্রকে দেখলে মনে হবে তিনি যেন রনবীর এবং হৃতিকের ভাই। হাসি থেকে শুরু করে চোখের চাহনি, সবই যেন অবিকল ওই দুই তারকার মতোই। গোবিন্দা পুত্রকে দেখে এক নেটিজেন লিখেছেন, কোই মিল গিয়া+জাগ্গা জাসুস। অন্য একজন লিখেছেন, দ্বিতীয় রণবীর বা দ্বিতীয় হৃতিক বলাই যেতে পারে।
আরও পড়ুন: 'নাতির জন্য হাসপাতাল..', রকস্টার সিনেমায় শাম্মির অভিনয় নিয়ে কী বললেন ইমতিয়াজ
আরও পড়ুন: তথাগতর আগেই প্রেম সুমিতের সঙ্গে, সব বদায় চুমু! ‘বিয়ে হবে না বিচ্ছেদ বলা মুশকিল’, দাবি ঋতাভরীর
এক ভক্ত রসিকতা করে বলেছেন, এ যেন মনে হচ্ছে হৃতিক এবং রণবীর কাপুরের ছোটবেলা দেখতে পাচ্ছি। অন্য একজন লিখেছেন, বাবা মা যেখানে গোবিন্দা এবং সুনিতা, এখানে কি করে যশবর্ধন রণবীর এবং হৃতিকের জেরক্স কপি হলেন? এক গোবিন্দা ভক্ত লিখেছেন, ওকে দেখতে একেবারে বাবার মতো। গোবিন্দা এবং সুনিতার জেরক্স কপি হল যশবর্ধন।