বলিউড তারকা গোবিন্দা তাঁর মর্মান্তিক দুর্ঘটনার পরে সুস্থ হওয়ার পথে । অভিনেতা হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরে, তাঁর ছেলে, যশবর্ধন আহুজা , ভক্তদের একটি স্বাস্থ্য আপডেট দিয়েছেন এবং সবাইকে আশ্বস্ত করেছেন যে তাঁদের 'হিরো নং ১’ নিজের পায়ে নাচতে ফিরে আসবে।
এই মাসের গোড়ার দিকে ঘটে যাওয়া ঘটনাটির ফলে গোবিন্দার পায়ে মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে আট থেকে দশটি সেলাই করা হয়। যশবর্ধন মঙ্গলবার একটি দীপাবলি পার্টিতে যোগ দেওয়ার সময় জানান, ‘বাবা এখন অনেক ভালো আছেন’।তিনি এও জানান যে সেলাইগুলি কাটা হয়েছে। বলেন, কয়েক সপ্তাহের মধ্যে নাচতেও পারবেন অভিনেতা।
আরও পড়ুন: (২৬-এ পা অনন্যার, ঘরোয়া বার্থডে পার্টিতে ওরি সহ এলেন কারা?)
আরও পড়ুন: (পরিবারের সঙ্গেই দীপাবলি উদযাপন করণের! মা আর দুই সন্তানকে নিয়ে কী করলেন?)
ঘটনাটি কী ঘটেছিল সেই বিষয়ে অভিনেতা নিজেই হাসপাতাল থেকে ফেরার পর মুখ খুলেছিলেন। ‘ক্ষতটি বেশ গভীর এবং এটি একটি দু:খজনক ঘটনা। আমি ভোর ৪:৪৫ থেকে ৫টার সময়ে কলকাতার এক শো-এর জন্য তৈরি হচ্ছিলাম। ঠিক এমন সময়ে আমার বন্দুকটি পড়ে গিয়ে গুলি বেরিয়ে আসে। আমি শরীরে একটা ঝাঁকুনি অনুভব করলাম এবং দেখলাম রক্ত বের হচ্ছে।’ তিনি জোর দিয়ে আরও বলেন, ‘এই দুর্ঘটনাকে অন্য কোনও কিছুর সঙ্গে যুক্ত করা উচিত নয়।’
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে ভালোবাসা জানিয়ে তিনি বলেন, 'যেখানে যেখান আমার জন্য পুজো করা হয়েছে, দোয়া করা হয়েছে, প্রেয়ার করা হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার শুভাকাঙ্ক্ষী সহ সংবাদমাধ্যম, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শিবসেনার নেতৃত্বকে।'
আরও পড়ুন: (‘কসমেটিক সার্জারি করানো শিল্পীদের খাটো চোখে দেখি না’, হঠাৎ কেন বললেন কৃতি)
জীবন কতটা অনিশ্চিত সেই নিয়ে গোবিন্দা বলেন, ‘আমরা যখন সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হচ্ছিলাম তখনঅনুভব করি যে সবকিছু ঠিক আছে এবং কোন উদ্বেগ নেই। আমি একজন Happy-Go-Lucky ব্যক্তি। আমি এই সম্পর্কে চিন্তাও করিনি, কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। আশা করি কাউকে এর মধ্য দিয়ে যেতে হবে না।’
হাসপাতাল থেকে কী বলা হয়?
পায়ে গুলি লাগার পর গোবিন্দাকে মঙ্গলবারই মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।এরপর হাসপাতালের তরফ থেকে অভিনেতার হেলথ আপডেট দেওয়া হয়। তাঁর চিকিৎসক ডক্টর আগরওয়াল সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে গোবিন্দার অবস্থা স্থিতিশীল। গভীর ক্ষত হলেও, তিনি ভালো আছেন। তবে অভিনেতার পায়ে ৮ থেকে ১০ টা মতো সেলাই পড়েছে। সেইদিনই তিনি আশ্বাস দেন যে আগামী দুইদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে অভিনেতাকে।জানা গিয়েছে হাঁটুর থেকে ঠিক দুই ইঞ্চি নিচে গুলি লেগেছিল অভিনেতার পায়ে।