শনিবার মানেই পার্টি নাইট! সে তরকা হোক কিংবা সাধারণ মানুষ, সারা সপ্তাহ কাজের পর একটু স্বস্তির সন্ধানে থাকেন সকলেই। তেমনি শাহরুখ খান পত্নী গৌরী খানের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল পার্টি মেজাজে ছবি। বন্ধু তথা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা এবং সীমা খানের সঙ্গে পার্টিতে মশগুল তিনি।
গৌরী, সীমা এবং মণীশের সঙ্গে দেখা মিলল বাড়ির অন্দরে তোলা এক সেলফিতে। ফ্য়াশন ডিজাইনারের শেয়ার করা ইনস্টাগ্রাম স্টোরি রি-শেয়ার করেছেন গৌরী। এ দিন শাহরুখ পত্নীকে হালকা গোলাপী রঙের আউটফিটে দেখা মেলে। সীমাকে ঘিয়ে রঙের টি-শার্ট এবং গাঢ় নীল রঙের প্যান্ট পরে দেখা গিয়েছে। লাল-সবুজ জ্যাকেটে ধরা দেন মণীশ।
এ দিন সীমার একটি ক্যান্ডিড ছবিও পোস্ট করেন মণীশ। চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে তারকা পত্নীকে। ক্যাপশনে লিখেছেন, ‘ফুল এবং মিষ্টি সীমা খান।'

এদিকে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সম্প্রতি একাধিক ফটোশ্যুট সেরেছেন শাহরুখ এবং গৌরী কন্যা সুহানা খান। ২১ বছরের সুহানাকে সম্প্রতি দেখা গিয়েছে মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি চিকনকারি লেহেঙ্গায়। ব্যাকলেস চোলির সঙ্গে সাদা লেহেঙ্গায় ফটোশ্যুট সেরেছেন তিনি।
তবে এই প্রথম নয়, মণীশ, সীমা এবং গৌরী হামেশাই পার্টি করে থাকেন সপ্তাহান্তে। সেই ছবিও জ্বলজ্বল করে তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।