অক্ষয় লিখেছেন, ‘#OhMyGadar-এর জন্য সমস্ত ভালবাসা এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আমাদের সেরা সপ্তাহ দেওয়ার জন্য আমাদের দর্শকদের একটা বড় ধন্যবাদ! ভালোবাসা এবং কৃতজ্ঞতা। একটি মন্তাজ ভিডিয়োও পোস্ট করেছেন আক্কি। সেখানে OMG-২ ভিডিয়োর ব্যকগ্রাউন্ডে গদর-২ 'উড়জা কালে কাভা’ গাইতে শোনা গিয়েছে অক্ষয়কে।
গদর২-ওএমজি-২
১১ অগস্ট, ২০২৩, ভারতীয় সিনেমার ইতিহাসে এই দিনটা উল্লেখযোগ্য বৈকি। এই একই দিনে মুক্তি পেয়েছে তিন তিনটে ছবি। গদর-২, OMG-২, আর জেলর। আর ঘটনাচক্রে, সকলকে অবাক করে তিনটি ছবিই হিট। কোভিড পরবর্তী সময়ে বক্স অফিসের এমন দৃশ্য একেবারেই প্রথম। কারণ, কোভিডের পরে 'পাঠান' ছাড়া সে অর্থে প্রায় কোনও ছবি দেখতেই হলে এভাবে ভিড় জমাননি দর্শকরা। তবে এবার সানি দেওল-অক্ষয় কুমার-রজনীকান্তের দৌলতে সেটাই সম্ভব হয়েছে।
গদর-২ এবং OMG-2, দুটি ছবিকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানাতে ভোলেননি অক্ষয় কুমার। ‘Oh My Gadar’ ক্যাপশানে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন আক্কি। অক্ষয় লিখেছেন, ‘#OhMyGadar-এর জন্য সমস্ত ভালবাসা এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আমাদের সেরা সপ্তাহ দেওয়ার জন্য আমাদের দর্শকদের একটা বড় ধন্যবাদ! ভালোবাসা এবং কৃতজ্ঞতা (হাত ভাঁজ করা ইমোজি)। ক্যাপশানের সঙ্গে একটি মন্তাজ ভিডিয়ো পোস্ট করেছেন আক্কি। সেখানে OMG-২ ভিডিয়োর ব্যকগ্রাউন্ডে গদর-২ 'উড়জা কালে কাভা’ গাইতে শোনা গিয়েছে অক্ষয়কে।