কোভিড আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। শনিবার রাতে এই খবর সামনে আসার পর থেকেই চিন্তায় ঘুম উড়েছে অমিতাভ ভক্তদের। এই ধাক্কা সামলে উঠবার আগেই মধ্যরাতে টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। এই মুহূর্তে দুজনেই চিকিত্সাধীন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। অমিতাভের পরিস্থিতি স্থিতিশীল, চিন্তার কোনও কারণ নেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সিনিয়র ও জুনিয়র বি'র কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে আসবার পরই দুজনের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনায় শামিল হয়েছেন বলিউড তারকারা। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, টাইগার শ্রফ, শাহিদ কাপুর থেকে শাবানা আজমি,অক্ষয় কুমার বোমান ইরানিরা বচ্চন পরিবারের আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
প্রিয়াঙ্কা লেখেন, ‘অমিতজি এবং এবি দুজনেই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনাদের জন্য রইল অনেক শুভ কামনা এবং পজিটিভ এনার্জি'। অভিষেক বচ্চনের টুইটের জবাবে টাইগার শ্রফ লেখেন, ‘ভগবান আপনাদের মঙ্গল করুন,আপনি ও আপনার বাবা জলদি সুস্থ হয়ে উঠবেন’।
অক্ষয় কুমার,প্রীতি জিন্টা,সোনম কাপুর সকলেই প্রার্থনা করছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের আরোগ্য কামনা করে।

অনুপম খের, শাবানা আজমি,বোমান ইরানি, ভূমি পেদনেকর,রীতেশ দেশমুখ,বিপাশা বসু-সকলেই টুইট করে অমিতাভ বচ্চন ও অভিষেকের সুস্থতা কামনা করেছেন। রীতেশ দেশমুখ লেখেন, অমিতাভ বচ্চন স্যার দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার সুস্বাস্থ্য ও আরোগ্য কামনা করছি'। অভিষেকের উদ্দেশে তাঁর কো-স্টারের বার্তা ‘দ্রুত সুস্থ হয়ে ওঠ ভাই…গোটা পরিবারের জন্য প্রার্থনা করছি, অনেক ভালোবাসা’।

অমিতাভ ও অভিষেকে দুজনেরই অ্যান্টিজেন টেস্টে করোনা ধরা পড়েছে । পরিবারের অন্য সকল সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট সামনে আসবে রবিবার।