বাংলা চলচ্চিত্র ও সাহিত্য জগতে এক সোনালি অধ্যায়ের অবসান। প্রয়াত পরিচালক এবং সাহিত্যিক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ছ'টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭।দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বুদ্ধদেববাবু। কিডনির সমস্যাও ছিল। পরিবার সূত্রের খবর, নিয়মিত ডায়ালিসিস হত। বৃহস্পতিবার আরও এক দফায় ডায়ালিসিস হওয়ার কথা ছিল। কিন্তু সকালে বুদ্ধদেব বাবুর স্ত্রী ডাকতে গিয়ে দেখেন, সাড়া মিলছে না প্রখ্যাত পরিচালকের। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। টুইটে তিনি জানিয়েছেন, 'বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর মৃত্যুতে শোকার্ত। কাজের মধ্যে দিয়ে নিজের সিনেমায় প্রাণ ঢেলে দিতেন তিনি। তাঁর মৃত্যুতে সিনেমা জগতে এক অপূরণীয় ক্ষতি। পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের জন্য সমবেদনা রইল'। ‘তাহাদের কথা’, ‘উত্তরা’, ‘চরাচর’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘বাঘ বাহাদুর', ‘গৃহযুদ্ধ’-এর মতো অসামান্য সিনেমার জনক ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। ‘উত্তরা’, ‘তাহাদের কথা’-র জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতীয় সিনেমায় রয়েছে তাঁর অনবদ্য অবদান। পরিচালকের মৃত্য়ুতে শোকের ছায়া বিনোদন, রাজনীতি এবং অন্যান্য মহলেও।