ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাস্তবের ছয়টি সত্যিকারের প্রেমের গল্পকে সিরিজ আকারে নিয়ে এসেছেন করণ জোহর। এদিকে তাঁর প্রযোজনায় তৈরি হওয়া সিরিজটি মুক্তি পেতে না পেতেই নিষিদ্ধ হয়ে গেল একাধিক দেশে। এই সিরিজের ষষ্ঠ পর্বকে ব্যান করে দিয়েছে একাধিক দেশ।
আরও পড়ুন: টিবি নিয়ন্ত্রণে এগিয়ে বাংলা, সবথেকে বেশি যক্ষ্মা রোগীকে দত্তক নিয়ে প্রশংসিত মিমি
লাভ স্টোরিয়াকে নিষিদ্ধ ঘোষণা করল ৬ দেশ
করণ জোহর প্রযোজিত লাভ স্টোরিয়ার ছয়টি গল্পের পরিচালনা করেছেন অক্ষয় ইন্দিকার, অর্চনা ফাড়কে, কলিন ডি কানহা, হার্দিক মেহেতা, সাজিয়া ইকবাল, বিবেক সোনি। এই ছয়জন পরিচালক ছয়টি বাস্তব জীবনের জুটির গল্পকে তুলে ধরেছেন।
আরও পড়ুন: 'সারাক্ষণ কিচিরকিচির...' বরকে ননদ বলে ডাকেন লোপামুদ্রা! নিন্দে শুনে সৌরভকে কী বললেন জয়?
আরও পড়ুন: বাফটায় জয়জয়কার ওপেনহাইমারের! ৭ বিভাগে পুরস্কৃত ক্রিস্টোফার নোলানের ছবি, বার্বি - পুওর থিংস পেল কিছু?
তবে পিঙ্কভিলার একটি রিপোর্টে সম্প্রতি জানানো হয়েছে এই সিরিজে ষষ্ঠ পর্বটি একাধিক দেশে ব্যান করে দেওয়া হয়েছে। এই দেশগুলো হল সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, ইউএই। এই পর্বে দেখানো হয়েছে কলকাতার বাসিন্দা তিস্তা এবং দীপনের গল্প যাঁরা লিঙ্গ পরিবর্তন করেছেন। এই পর্বের নাম লাভ বিয়ন্ড লেবেলস। তাঁদের প্রেমের শুরুটা হয় যখন তাঁরা লিঙ্গ পরিবর্তন করতে যান, একটার পর একটা সার্জারি করছেন সেই সময়।
করণের অন্যান্য প্রযোজিত কাজ
লাভ স্টোরিয়া ছাড়াও করণ জোহর আরও একটি সিরিজের প্রযোজনা করেছেন। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমি, মৌনি রায়, মহিমা মাকওয়ানা, শ্রিয়া শরণ প্রমুখকে।
আরও পড়ুন: 'পুরো যাত্রা পার্টি!' গান গেয়ে গেয়ে সরস্বতীর পাশে বসেই পুজোর যজ্ঞ! মহিলা পুরোহিতের কাণ্ডে হাসছে নেটপাড়া
আরও পড়ুন: বাফটা অ্যাওয়ার্ডের মঞ্চে শাড়িতেই দেশের প্রতিনিধিত্ব দীপিকার, প্রকাশ্যে অভিনেত্রীর গোল্ডেন শিমারি লুক
এছাড়াও আগামীতে করণ জোহর প্রযোজিত একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। এর মধ্যে আছে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাওয়ের মিস্টার এবং মিসেস মাহি। ভিকি কৌশলের মেরে মেহবুব মেরে সনম, ইত্যাদি।