ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ১০২ কোটিরও বেশি আয় করেছে 'ডাঙ্কি'৷ মনোবালা বিজয়বালানের দেওয়া তথ্য অনুসারে, ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ‘ডাঙ্কি’র আয় ছিল ৫৭.৪৩ কোটি টাকা। ২২ ডিসেম্বর শুক্রবার এই ছবির আয় হয় ৪৫.১০ কোটি টাকা।
'ডাঙ্কি'র বিশ্বব্যাপী আয় কত?
‘পাঠান’, ‘জওয়ান’-এর পর শাহরুখের 'ডাঙ্কি' নিয়ে অনুরাগীদের প্রত্যাশা ছিল অনেকটা। কিন্তু কোথায় কী! ‘পাঠান’, ‘জওয়ান’-এর সেই ম্যাজিক ‘ডাঙ্কি’তে এসে অনেকটাই ফিকে। তারপরেও বক্স অফিসে বিশ্বব্য়াপী ১০২ কোটির ব্যবসা করে ফেলল কিং খানের 'ডাঙ্কি'র। ছবির মুক্তির দু'দিন পর বক্স অফিস রিপোর্ট তেমনটাই বলছে।
ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ১০২ কোটিরও বেশি আয় করেছে 'ডাঙ্কি'৷ মনোবালা বিজয়বালানের দেওয়া তথ্য অনুসারে, ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ‘ডাঙ্কি’র আয় ছিল ৫৭.৪৩ কোটি টাকা। ২২ ডিসেম্বর শুক্রবার এই ছবির আয় হয় ৪৫.১০ কোটি টাকা। অর্থাৎ মুক্তির পর দুই দিনে এই ছবির সংগ্রহ দাঁড়িয়েছে ১০২.৫৩ কোটি টাকা।