বাংলা নিউজ > বায়োস্কোপ > Dunki Box Office Collection: ডাঙ্কিতে ফিকে পাঠান-জওয়ানের সেই দাপট, দ্বিতীয় দিন মাত্র ২০ কোটি আয় শাহরুখের ছবির
পরবর্তী খবর
Dunki Box Office Collection: ডাঙ্কিতে ফিকে পাঠান-জওয়ানের সেই দাপট, দ্বিতীয় দিন মাত্র ২০ কোটি আয় শাহরুখের ছবির
1 মিনিটে পড়ুন Updated: 23 Dec 2023, 09:12 AM ISTSubhasmita Kanji
Dunki Box Office Collection: এই বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের তৃতীয় ছবির শুরুটা খুব একটা ভালো হল না। প্রথমদিন ৩০ কোটি আয় করার পর, দ্বিতীয়দিন মাত্র ২০ কোটি ঘরে তুলতে পারল ডাঙ্কি।
দ্বিতীয় দিনে কেবল ২০ কোটি আয় ডাঙ্কির!
পাঠান বা জওয়ান যে দাপট দেখিয়েছিল ডাঙ্কি যেন সেখানে অনেকটাই ফিকে। এই বছর মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় ছবির শুরুটা খুব একটা জোরের সঙ্গে ভালো হল না। প্রথমদিনের পর দ্বিতীয় দিনেও আগের দুই ছবির তুলনায় অনেকটাই কম আয় করল ডাঙ্কি। রিপোর্ট অনুযায়ী বক্স অফিসে শাহরুখের ডাঙ্কি দ্বিতীয় দিনে মাত্র ২০ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথমদিন এটির আয় ছিল মোট ৩০ কোটি।
ডাঙ্কি ছবির বক্স অফিস কালেকশন
দুইদিনে বক্স অফিসে ডাঙ্কি সর্ব মোট ৪৯.২০ কোটি টাকা আয় করেছে। শুক্রবার মোটামুটি ৩১.২২ শতাংশ অকুপেন্সি ছিল এই ছবির। মুম্বই এবং চেন্নাইতে সব থেকে বেশি হলের আসন ভর্তি ছিল। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় দিনে বক্স অফিসে ডাঙ্কি মাত্র ২০ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথম দিন এটি ৩০ কোটি আয় করেছিল।
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা যদিও আবার জানিয়েছেন যে 'ডাঙ্কি দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ২১ কোটি টাকা আয় করেছে।'
শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এদিন নিজে ডাঙ্কির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের বিষয়ে একটি তথ্য পোস্ট করেন। তিনি তাঁর পোস্টে লেখেন, 'গোটা বিশ্ব থেকে ভালোবাসা পাচ্ছে এই ছবি। ৫৮ কোটি টাকার ব্যবসা করেছে ডাঙ্কি বিশ্বজুড়ে।'