বাংলা নিউজ > বায়োস্কোপ > Dunki-Salaar Bo: না বেড়ে ৯ কোটিতেই আটকে ডাঙ্কির আয়, ষষ্ঠ দিন কত ঘরে তুলল প্রভাসের সালার?
পরবর্তী খবর
Dunki-Salaar Bo: না বেড়ে ৯ কোটিতেই আটকে ডাঙ্কির আয়, ষষ্ঠ দিন কত ঘরে তুলল প্রভাসের সালার?
1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2023, 07:23 AM ISTSubhasmita Kanji
Dunki-Salaar Bo: প্রথম থেকেই বক্স অফিসে চালিয়ে খেলছে প্রভাস অভিনীত ছবি সালার। সেখানে অনেকটাই পিছিয়ে ছিল শাহরুখের ডাঙ্কি। এবার প্রায় এক সপ্তাহের মাথায় এসে দুই ছবির আয় প্রায় এক হল।
বুধবার কত আয় করল ডাঙ্কি-সালার?
মাত্র একদিনের ফারাকে মুক্তি পায় ডাঙ্কি এবং সালার। শাহরুখ খানের ডাঙ্কি বড় পর্দায় আসে ২১ ডিসেম্বর, অন্যদিকে প্রভাসের সালার আসে ২২ ডিসেম্বর। তারপর থেকেই জমে ওঠে বক্স অফিসের লড়াই। যদিও প্রথম থেকেই অনেকটাই এগিয়ে ছিল সালার। চালিয়ে খেলছিল বক্স অফিসে। বরং শাহরুখের পাঠান জওয়ানের থেকে অনেকটাই ফিকে ছিল ডাঙ্কির আয়। তবে প্রায় এক সপ্তাহের মাথায় এসে দুটো ছবির আয়ের পরিমাণ প্রায় এক হয়ে গেল। বুধবার বক্স অফিসে কোন ছবি কত আয় করল?
ডাঙ্কির বক্স অফিস কালেকশন
সচনিল্কের তরফে তাদের রিপোর্টে জানানো হয়েছে বুধবার ডাঙ্কি ছবির মোটামুটি ১৭ শতাংশ মতো অকুপেনসি ছিল। দিন দিন দর্শক সংখ্যা কমছে এই ছবির সেটা স্পষ্ট। তবুও এদিন বক্স অফিসে ৯.৮১ কোটি টাকা তোলে ডাঙ্কি। ফলে এক সপ্তাহের মাথায় শাহরুখের ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ১৫১.৩২ কোটি। তবে উল্লেখযোগ্য হল মঙ্গলবারের তুলনায় বুধবারের আয়ের পরিমাণে তেমন কোনও বদল নেই।
বুধবার তুলনায় অনেকটাই কমেছে সালারের আয়, যেখানে ডাঙ্কির আয় মোটামুটি এক ছিল। ফলে এদিন দুটো ছবি কম বেশি একই অর্থ আয় করেছে। এদিন প্রভাসের ছবি বক্স অফিসে ৯.৮৬ কোটি টাকা আয় করেছে। ফলে এই ছবির মোট আয় এদিন গিয়ে দাঁড়াল ২৯০.১৬ কোটি।