বাংলা নিউজ > বায়োস্কোপ > Dobaaraa: খান-কুমারদের তালিকায় এ বার তাপসী! বক্স অফিসে ডাহা ফেল 'দোবারা'
পরবর্তী খবর
Dobaaraa: খান-কুমারদের তালিকায় এ বার তাপসী! বক্স অফিসে ডাহা ফেল 'দোবারা'
1 মিনিটে পড়ুন Updated: 22 Aug 2022, 02:13 PM ISTSanchari Kar
Dobaaraa Box office collection: সমালোচক মহলে যদিও 'দোবারা' প্রশংসিত। এমনকী ছবির বিষয় নিয়ে চর্চা চলছে দর্শকমহলেও। বক্স অফিসের হিসেবনিকেশে যদিও তার প্রতিফলন নেই।
দর্শকের মন জয় করতে পারল না তাপসীর ছবি।
খান-কুমারদের তালিকায় সামিল তাপসী পান্নু। কারণ 'লাল সিং চাড্ডা', 'রক্ষা বন্ধন'-এর মতোই বক্স অফিসে ধুঁকছে 'দোবারা'। অনুরাগ কশ্যপ পরিচালিত অন্য স্বাদের এই ছবি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারল না। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে ছবির প্রথম তিন দিনের আয়ের অঙ্ক।
১৯ অগস্ট বড় পর্দায় মুক্তি পায় 'দোবারা'। প্রথম দিন মাত্র ৭২ লাখ টাকা এসেছে ছবির ভাঁড়ারে। দ্বিতীয় দিন সেই অঙ্ক খানিক বাড়ে। শনিবার এক কোটির একটু বেশি ব্যবসা করে স্প্যানিশ ছবি 'মিরাজ'-এর হিন্দি পুনর্নির্মাণ। অর্থাৎ দু'দিনে মাত্র দু'কোটির পৌঁছনোও অসম্ভব হয়ে দাঁড়ায় এই ছবির পক্ষে।
সমালোচক মহলে যদিও 'দোবারা' প্রশংসিত। কুবরা সৈত, এলি আব্রামের মতো তারকারাও ছবিটিকে পছন্দ করেছেন। এমনকী ছবির বিষয় নিয়ে চর্চা চলছে দর্শকমহলেও। বক্স অফিসের হিসেবনিকেশে যদিও তার প্রতিফলন নেই।