দেখতে দেখতে পুজো কেটে গেল। তাই মন খারাপ সকলের । আর ঠিক দশমীর দিনই সুখবর দিলেন পরিচালক প্রতীম ডি গুপ্ত। তাঁর কথায়, পুজোর জন্য আর এক বছর অপেক্ষা করতে হবে না, দু’মাস অপেক্ষা করলেই হবে। কিন্তু হঠাত্ এই কথা কেন বললেন পরিচালক?
প্রকৃতপক্ষে প্রতীম ডি গুপ্ত নিজের আপকামিং রিলিজ নিয়ে এই পোস্টটি করেন। একটি ছোট ভিডিয়ো প্রকাশ করেন তিনি। যেখানে দেখা যায়, তাঁর আগামী ছবি ‘চালচিত্র’-এর রিলিজ হবে এখন থেকে ঠিক দুই মাস পর, অর্থাত্ বড়দিনে (Christmas)। আর এই ছবিতে পুজোর ভাইব পাওয়া যাবে অনেকটাই। তাই পরিচালক মনে করছেন বেশিদিন আর মন খারাপ করতে হবে না।
আরও পড়ুন: (আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে রণবীরের হাত ধরে আরতি দীপিকার! প্রকাশ্যে এল ভিডিয়ো)
প্রসঙ্গত গত ২ অক্টোবর মহালয়ার দিন রিলিজ হয় ছবির টিজার। দ্রুত গতিতে পাঠ করা চণ্ডীপাঠের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে এই টিজার। নিমেষে যেন ঘটে যাচ্ছে সব। আর প্রতি মূহুর্তে রয়েছে রহস্য, থ্রিল, খুন। পুলিশের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুর। অন্যদিকে দু’রকম লুকে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। রয়েছেন রাইমা সেন, স্বস্তিকা দত্তও।
আরও পড়ুন: (‘সইফ তো আমার বন্ধু!...’ বোনের প্রেমের শুনে কী প্রতিক্রিয়া ছিল দিদি করিশ্মার?)
আরও পড়ুন: (আলিয়ার কেরিয়ারে সবচেয়ে খারাপ বক্স অফিস ওপেনিং ‘জিগরা’-র, কী কারণ হতে পারে?)
টিজারে দেখা যায়, শহরের বুকে একের পর এক নারীর সঙ্গে ঘটে চলেছে অত্যাচার। নিষ্ঠুর ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। টাঙিয়ে দেওয়া হচ্ছে দেওয়ালে। নেপথ্যে বেজে চলেছে চণ্ডীপাঠ। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে এই সব ঘটনার কিনারা করতে। কী হবে অবশেষে? সেটি জানতে গেলেই তো দেখতে হবে প্রতিম ডি গুপ্তর আগামী ছবি চালচিত্র। রুদ্ধশ্বাস সাসপেন্সে ভরা একটি ট্রেলার। ছবির প্রযোজনা করছেন ফ্রেন্ডস কমিউনিকেশন। নিবেদন করেছেন ফিরদৌসুল হাসান এবং প্রবাল হালদার।
ইতিমধ্যেই দর্শক মহলে মন জয় করেছে এই টিজার। এক ব্যক্তি লেখেন, 'আশা করি অপূর্বকে ট্রেলারে আরও বেশি দেখতে পাব।' আরেকজন লেখেন, 'অপূর্বর একটা রহস্যময় হাসি, অন্যরকম ফিল এনে দিয়েছে টিজারে।' তৃতীয় জন লেখেন, 'টিজারটা পুরো কাঁপাকাঁপি হয়েছে দাদা। দুর্ধর্ষ।'