বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 17-Jamal Kudu: মুখে ধরে কাচের গ্লাস, 'জামাল কুদু' নাচলেন বর্ষীয়ান ধর্মেন্দ্র, মাথা থেকে গ্লাস পড়েই গেল সলমনের
পরবর্তী খবর
Bigg Boss 17-Jamal Kudu: মুখে ধরে কাচের গ্লাস, 'জামাল কুদু' নাচলেন বর্ষীয়ান ধর্মেন্দ্র, মাথা থেকে গ্লাস পড়েই গেল সলমনের
1 মিনিটে পড়ুন Updated: 31 Dec 2023, 10:17 AM ISTRanita Goswami
এই সিকোয়েন্সটি নিয়ে ববি এক সাক্ষাৎকারে বলেন, তিনিই এই নাচের আইডিয়া দিয়েছিলেন। ববির কথায়, ‘আমার মনে আছে কীভাবে আমরা মাতাল হয়ে মাথার উপর চশমা রেখে নাচতাম। জানতামও না যে কেন আমরা ওটা করতাম। আমার মাথায় হঠাৎ আইডিয়াটা এসেছিল এবং আমি সেটাই করেছিলাম। সন্দীপে (রেড্ডি ভাঙ্গা)র এই স্টেপটা পছন্দ হয়ে যায়।’
ধর্মেন্দ্র-সলমন-ববি
Bigg Boss-17তে হবে নববর্ষের উদযাপন। আর সেদিন বিগ বসের ঘরে বিশেষ অতিথি হয়ে হাজির থাকবেন ধর্মেন্দ্র ও মিকা সিং। এছাড়া সলমনও তাঁর ভাই আরবাজ ও সোহেলকে নিয়ে উপস্থিত থাকবেন। সামনে এসেছে বিগ বসের নববর্ষ স্পেশাল শোয়ের টিজার। যেখানে বর্ষীয়ান ধর্মেন্দ্রকে ছেলে ববি দেওলের 'অ্যানিম্যাল' ছবির ভাইরাল 'জামাল কুদু' গানে নাচতে দেখা যাচ্ছে।
Bigg Boss-এর নতুন প্রমোয় দেখা যাচ্ছে, বর্ষীয়ান ধর্মেন্দ্রকে বিগ বসের মঞ্চে সলমন খান এবং আরবাজ, সোহেল এবং অন্যান্যদের সঙ্গে একটা সুন্দর সময় কাটাচ্ছেন। ধর্মেন্দ্র মাথার বদলে মুখে করে কাচের গ্লাস ধরেন এবং ভারসাম্য বজায় রেখে জামাল কুদু গানে নাচতে থাকেন। এমনকি তিনি নিজের হাতের তালুর উপরও কাচের গ্লাস রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। সলমন এবং অন্যান্যদেরও মাথায় গ্লাস রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে দেখা যায়। তবে সলমন বেশিক্ষণ মাথায় গ্লাস ধরে রাখতে পারেননি, গ্লাসটি মাটিতে পরার আগেই ভাইজান সেটা হাতে ধরে ফেলেন। সোহেল খান এবং মিকা সিংও একই পদক্ষেপ করেছিলেন। পুরো শোটি যে জমে উঠতে চলেছে তা বেশ স্পষ্ট।