রবিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফি-র ফাইনালে মাঠে চর্চিত প্রেমিকার সঙ্গে বেশ খুশিখুশি চেহারাতেই ধরা পড়েন যুজবেন্দ্র চাহাল। সম্প্রতিই স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্স হয়েছে তাঁর। এরই মাঝে, পাশে ‘নতুন নারী’ নিয়ে খেলা দেখায়, ট্রোলে চাহাল। তারই মাঝে ভাইরাল, ধনশ্রীর একটি ইনস্টাগ্রাম পোস্ট।
ডাক্তার, কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী ও ইউটিউবার ধনশ্রী ভার্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিচ্ছেদ নিয়ে রীতিমতো হতাশ তাঁদের জুটির ভক্তরা। জানা যাচ্ছে যে, গত ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় ধনশ্রী বর্মা ও যুজবেন্দ্র চাহালের। রবিবার ধনশ্রী ইনস্টাগ্রাম স্টোরিতে একটি অদ্ভুত পোস্ট শেয়ার করেছেন, যেখানে মহিলাদের শক্তিশালী হওয়ার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: ‘আমাকে সরাতে চেয়েছিল, বন্দুক নিয়ে বাড়ির বাইরে…’!ডিভোর্স-চর্চার মাঝে বিস্ফোরক দাবি গোবিন্দার
শনিবার নারী দিবসের একদিন পরে, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন ধনশ্রী। যা এখন খুব বেশি ভাইরাল। চাহালের প্রাক্তন স্ত্রীর পোস্টে লেখা রয়েছে, ‘ইশ্বর তাঁর ভিতরে রয়েছেন, কেউ তাঁকে হারাতে পারবে না…’। এই পোস্টে কয়েকলাইন যোগ করেছেন ধনশ্রী নিজেও। লিখেছেন, ‘এটি সেই সমস্ত মহিলাদের জন্য যারা আন্তরিক, শক্তিশালী এবং খুব ধৈর্যশীল, এবং নিজের মানুষদের জন্য সবকিছু করতে পারেন। আসুন আমরা সকলেই নিজেদেরকে উদযাপন করি। শীঘ্রই আমাদের অবস্থা ভালো হবে।’
আরও পড়ুন: ভারত জিততেই দৌড়ে নেমে স্বামীকে জড়িয়ে ধরলেন, বিরাটের চুলও ঠিক করে দেন অনুষ্কা
এদিকে রবিবার গ্যালারিতে নজর কাড়েন চাহাল ও আরজে মহভাশ। গ্যালারিতে একে-অপরের পাশে বসে, একসঙ্গে ম্যাচ উপভোগ করলেন তাঁরা। তাঁরা আদৌ কোনও সম্পর্কে রয়েছেন কি না, আপাতত তা জানতেই মুখিয়ে রয়েছে নেটপাড়া। তারই মাঝে ধনশ্রীর ইনস্টা স্টোরি, প্রশ্ন তুলছে বিশেষ করে?
আরও পড়ুন: মাঠে জ্বললেন রোহিত, সোশ্যাল মিডিয়ায় তাঁর হয়ে জ্বলে উঠলেন জিতু
জানা গিয়েছে যে, মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্স সংক্রান্ত মামলা চলছে ধনশ্রী ও চাহালের। ধনশ্রীর আইনজীবী দাবি করেছেন যে, সেই আইনি প্রক্রিয়া এখনও চলছে আদালতে। বিভিন্নমহল থেকে ছড়িয়ে পড়ে যে, বিচ্ছেদের পর ৬০ কোটি খোরপোশ চেয়েছেন ধনশ্রী। এরপর তাঁর আইনজীবী একটি বিবৃতিতে বলেন, ‘প্রক্রিয়া নিয়ে আমার কিছু বলার নেই। বিষয়টি এখনও বিচারাধীন আছে। কোনও খবর ছড়ানোর আগে সেটা যাচাই করে নেওয়া উচিত। কারণ প্রচুর ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।’