
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল প্রধান। দেব অভিনীত এই ছবিটির হাত ধরেই বড় পর্দায় অভিষেক হয় সৌমিতৃষা কুণ্ডুর। এছাড়া এখানে সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ ছিলেন। আর এ হেন ছবিই বক্স অফিসে রমরমিয়ে ১০০ দিন পার করল। সেই উপলক্ষ্যে কী জানালেন দেব?
প্রধান ছবিটি ১০০ দিন পার করতেই উদযাপনে ভাসলেন দেব, সৌমিতৃষারা। এদিন তাঁদের সকলকে কেক কেটে প্রধানের এই সাফল্যকে উদযাপন করতে দেখা যায়। প্রচারের ফাঁকে এদিন দেবকে মাল্টি কালারের শার্ট এবং জিন্স পরে এই অনুষ্ঠানে আসতে দেখা যায়। তাঁর সঙ্গে অল ব্ল্যাক লুকে ধরা দেন সৌমিতৃষা কুণ্ডু। সঙ্গে পরেছিলেন মুক্তোর হার। এসেছিলেন মমতা শঙ্কর, ছবির পরিচালক এবং প্রযোজক। তাঁদের সকলকে হাতে হাত রেখে কেক কাটতে দেখা যায়।
আরও পড়ুন: 'খাবার কম খাচ্ছি, তবে...' কাঠফাটা রোদে টানা দেড় মাস প্রচার, শরীর-ত্বকের যত্ন নিতে কী কী করছেন রচনা?
আরও পড়ুন: রণবীর নন, অ্যানিম্যালে যদি শাহরুখ থাকতেন, তবে? কল্পনাকে বাস্তব করল AI, দেখুন
২০২২ সালে যখন বড়দিনে প্রজাপতি মুক্তি পেয়েছিল তখন সেটাও ব্লকবাস্টার হিট করেছিল। রমরমিয়ে ১০০ দিনের বেশি সময় ধরে বক্স অফিসে চলেছিল সেই ছবি। গত বছর বড়দিনে মুক্তি পাওয়া প্রধানও সেই একই রকম সাফল্য পেল। আর এই ছবি বক্স অফিসে ১০০ দিন পার করতে উচ্ছ্বাসে ফেটে পড়লেন দেব। তিনি এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন, 'আবারও একটি সেঞ্চুরি। ধন্যবাদ আমার দর্শকদের। আমি গর্বিত।'
প্রধান ছবিটির সঙ্গে মুক্তি পেয়েছিল একাধিক বিগ বাজেট ছবি, ছিল কাবুলিওয়ালা, ছিল ডাঙ্কি, ছিল সালার। তবুও থামেনি প্রধান। বরং সকলকে টেক্কা দিয়ে জমিয়ে ব্যবসা করেছে।
আরও পড়ুন: খোলা পিঠ জুড়ে কবিতার লাইন, সাদা-লালের নকশি কাঁথার গাউনে প্রাচ্য-পাশ্চাত্য মেলালেন মনামী
এই বছরও বড়দিনে অতনু রায়চৌধুরীর প্রযোজনা, অভিজিৎ সেনের পরিচালনায় দেবের নতুন ছবি আসছে। কিন্তু সেই ছবির নাম এখনও ঘোষণা হয়নি। কিছুদিন আগে দেব সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবির শ্যুটিং শেষ করেছেন। এই ছবিটি পুজোয় আসবে। এছাড়া বর্তমানে তিনি খাদান ছবির শ্যুটিং করছেন। যদিও বর্তমানে সেটা বন্ধ করে প্রচারে মন দিয়েছে ঘাটালের তৃণমূল প্রার্থী।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports