বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri 10-Sourav: দাদাগিরির মঞ্চে কাকে চোখ মারলেন সৌরভ? ইশারা করে ডাকলেনই বা কাকে?
পরবর্তী খবর
Dadagiri 10-Sourav: দাদাগিরির মঞ্চে কাকে চোখ মারলেন সৌরভ? ইশারা করে ডাকলেনই বা কাকে?
1 মিনিটে পড়ুন Updated: 01 Nov 2023, 10:48 PM ISTSubhasmita Kanji
Dadagiri 10-Sourav: দাদাগিরির মঞ্চে মাঝে মধ্যেই প্রতিযোগীদের সঙ্গে মজা, মশকরা করতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এদিন তিনি কাকে দেখে চোখ মারলেন? ইশারা করে ডাকলেন?
লাইভ প্রশ্ন দেখে প্রতিযোগী নয়, দাদার চক্ষু ছানাবড়া!
দাদাগিরির মঞ্চে হামেশাই চমকপ্রদ কিছু করার চেষ্টা হয়। এবারের দাদাগিরিতে লাইভ প্রশ্নের অপশন রাখা হয়েছে। আগামী একটা পর্বে থাকবে তেমনই এক লাইভ প্রশ্ন। সেখানেই দাদা ওরফে সৌরভ গঙ্গোপাধ্যায় যা করলেন সেটা দেখে হেসে খুন সবাই। ভরা মঞ্চে এদিন কাকে দেখে চোখ মারলেন দাদা? কাকেই বা ইশারা করে ডাকলেন?
বাঙালি মানেই যে পেটুক এ কথা অস্বীকার করার বিশেষ জায়গা নেই। কিন্তু সৌরভ যে এত মিষ্টি ভালোবাসতেন সেটা জানতেন কি? এদিন তাঁকে মিষ্টি নিয়ে রীতিমত পাগলামি করতে দেখা গেল।
দাদাগিরির নতুন প্রোমো
দাদাগিরিতে আগামী পর্বে খেলতে আসছেন সোশ্যাল মিডিয়ার একাধিক জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা। কেউ রান্নার জন্য বিখ্যাত, তো কেউ ফ্যাশনের জন্য। এদিন এক প্রতিযোগীর জন্য লাইভ প্রশ্নের আয়োজন করা হয়। সেখানেই বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে আসা হয় মঞ্চে। সেটা দেখেই পাগল হয়ে যান সৌরভ। উপচে পড়ে তাঁর মিষ্টি প্রেমের ঝলক।
মিষ্টি দেখে নাচ করতেও শুরু করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোয়া দেখে তো আর লোভই সামলাতে পারেন না তিনি। থালা থেকে তুলে নেন একটি মোয়া। এরপর খান সীতাভোগ। সমস্ত মিষ্টি চেখে তিনি এদিন তৃপ্তির সঙ্গে বলেন, 'দারুণ!'