বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri 10: চার সন্তানের মা, তবুও একা বাঁচার লড়াই ৭৬ বছরের প্রৌঢ়ার; কেন আঁতকে উঠলেন সৌরভ?
পরবর্তী খবর
দাদাগিরির সিজন ১০ শুরু থেকেই রয়েছে লাইমলাইটে। একটু বেশি তারকাদের প্রাধান্য দেওয়ায় কখনও কখনও বিতর্কের মুখেও পড়েছেন দাদা, তবে শনি ও রবিবার রাত ৯.৩০টা বাজলেই টিভির সামনে বসে পড়ে সৌরভ ভক্তরা। চলতি সপ্তাহান্তে দাদাগিরির মঞ্চে হাজির হবে খুদেরা। শনিবার আসর জমবে তাঁদের নিয়ে। রবিবার দাদাগিরির মঞ্চে পৌঁছাবেন নানান বয়সের প্রতিযোগিতারা। আরও পড়ুন-‘জন্মের পর সানাকে কোলে নিতে ভয় লাগত’, চোখে হারান মেয়েকে, দাদাগিরিতে আবেগঘন সৌরভ