সানি লিওন থেকে বিদ্যা বালান, ডাব্বু রতনানির ক্যালেন্ডার লঞ্চে বলি তারকাদের ভিড় Updated: 19 Feb 2020, 11:55 AM IST HT Bangla Correspondent তাঁর লেন্সেবন্দী হতে মুখিয়ে থাকেন শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন। কথা হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রতনানির।ডাব্বুর ২০২০-ক্যালেন্ডার লঞ্চে ছিল তারকার মেলা। হাজির ছিলেন সানি লিওন, বিদ্যা বালান,জ্যাকি শ্রফ থেকে রেখা।