
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মুর্শিদাবাদের ছোট্ট শহর জিয়াগঞ্জে তাঁর বড় হয়ে ওঠা। বলিউডে যতই নাম করুন না কেন, ভোলেননি নিজের মাটির টান! তা আরও একবার প্রমাণ করলেন অরিজিৎ সিং।সদ্য মাকে হারিয়েছেন। করোনা নেগেটিভ হওয়ার পরেও মারা যান তাঁর মা। তবুও করোনার বিরুদ্ধে থামেনি তাঁর লড়াই। নিজের এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দিয়ে সাহাযয় করলেন অরিজিৎ।
করোনা চিকিৎসায় এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে অক্সিজেন। যার অভাব গোটা দেশ জুড়ে। নিজের এলাকার সাধারণ মানুষদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয়, তা বদ্ধপরিকর করতেই অরিজিতের এই উদ্যোগ। 'ধৃতী ফাউন্ডেশন'-র মাধ্যমে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাস এর হাতে অক্সিজেন থেরাপি মেশিন মেশিন তুলে দেন তিনি। জানা গিয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধীনে সরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় এই মেশিনগুলি ব্যবহার করা হবে।
প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন অরিজিৎ সিংযের মা। ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মারা যাওয়ার ক'দিন আগে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তারপর ব্রেন স্ট্রোক, ভেন্টিলেশন, একমো সাপোর্ট… তবুও পারেননি মাকে বাঁচাতে। সেই যন্ত্রণা বুকে নিয়েই মুর্শিদাবাদের মানুষের পাশে দাঁড়ালেন গায়ক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports