বড় খবর
৫০% দর্শক নিয়ে রাজ্যে খুলছে সিনেমা হল, থাকছে সংশয়, উদ্বেগও
1 মিনিটে পড়ুন Updated: 29 Jul 2021, 09:09 PM IST- ৩১শে জুলাই থেকে খুলছে সিনেমা হল।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বন্ধ হয়েছিল রাজ্যের সমস্ত সিনেমা হল। অবশেষে সুখবর সিনেমাপ্রেমীদের জন্য, আগামী ৩১শে জুলাই থেকে সিনেমা হল খোলবার অনুমতি দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, করোনার বিধিনিষেধ আরও একটু শিথিল করে আগামী ৩১ শে জুলাই থেকে রাজ্যে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খুলতে পারবেন হল মালিকরা।