আর তাতে গুগলের উত্তর ছিল, ‘শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি হলে কানের ভিতর ও বাইরে চুল বের হয়।’ আর এই উত্তরের স্ক্রিনশট অভিনেত্রী ইনস্টাস্টোরিতে শেয়ার করেছিলেন। এতে কারোরই বুঝে নিতে অসুবিধা হয়নি যে সামান্থার এই আক্রমণ ছিল চিট্টিবাবুকে উদ্দেশ্য করেই। চিট্টিবাবুর মাথায় চুল না থাকলেও কানে বড় বড় চুল।
চিট্টিবাবু ও সামান্থা
'শকুন্তলম ফ্লপ' সপ্তাহন্তে নাকি ১০ কোটিও আয় করে পারেনি এই ছবি। সামান্থা রুথ প্রভুর কেরিয়ার নাকি এমনই মন্তব্য করে বসেছিলেন দক্ষিণের প্রযোজক, পরিচালক চিট্টিবাবু। তবে ছেড়ে দেওয়ার পাত্রী নন সামান্থাও। চিট্টিবাবুকে জবাব দেন তিনিও। নাম না করেই পরিচালক, প্রযোজককে আক্রমণ করেন তিনি। যদিও সামান্থার আঙুল যে তাঁর দিকেই ছিল সেকথা বুঝতে পারেন চিট্টিবাবুও। তবে ফের জবাব দিতে গিয়ে তিনি যা বললেন, তা নিয়ে উঠেছে নিন্দার ঝড়। কারণ এবার যে চিট্টিবাবু একটু বেশিই বেফাঁস!
কিন্তু কী এমন বলে বসেছেন চিট্টিবাবু?
চিট্টিবাবুর উত্তরে আসতে হলে প্রথমে আসতে হয় সামান্থা রুথ প্রভুর কথায়। একটু অন্যভাবে উত্তর দিতে গিয়ে গুগলকে প্রশ্ন করেছিলেন সামান্থা। প্রশ্ন করেছিলেন ‘কারোও কানে এত চুল থাকার কারণ কী?’ আর তাতে গুগলের উত্তর ছিল, ‘শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি হলে কানের ভিতর ও বাইরে চুল বের হয়।’ আর এই উত্তরের স্ক্রিনশট অভিনেত্রী ইনস্টাস্টোরিতে শেয়ার করেছিলেন। আর এতে কারোরই বুঝে নিতে অসুবিধা হয়নি যে সামান্থার এই আক্রমণ ছিল চিট্টিবাবুকে উদ্দেশ্য করেই। কারণ, চিট্টিবাবুর মাথায় চুল না থাকলেও কানে বড় বড় চুল।