CEO Anupam Mittal: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্য কারণে ট্রেন্ডিং করছে Shaadi.com। এক ব্যক্তি সেখানে নিজের সঙ্গেই নিজে কথা বলছেন Shaadi.com-এর পোস্টে। আর সেই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন Shaadi.com এর সিইও এবং শার্ক ট্যাঙ্কের বিচারক অনুপম মিত্তল।
Shaadi.com এর সিইও এবং শার্ক ট্যাঙ্কের বিচারক অনুপম মিত্তল
পাত্র-পাত্রী সন্ধানের জন্য জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Shaadi.com। যেখানে পাত্রপাত্রীরা নিজেদের বিবরণ বিস্তারিত জানিয়ে সঙ্গী বা সঙ্গীনির সন্ধান করেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্য কারণে ট্রেন্ডিং করছে Shaadi.com। এক ব্যক্তি সেখানে নিজের সঙ্গেই নিজে কথা বলছেন Shaadi.com-এর পোস্টে। আর সেই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন Shaadi.com এর সিইও এবং শার্ক ট্যাঙ্কের বিচারক অনুপম মিত্তল।
ওই ব্যক্তির নিজের সঙ্গে কথোপকথন এতটাই মজার যে 'শাদি ডট কম'-এর প্রতিষ্ঠাতা এবং 'শার্ক ট্যাঙ্ক'-এর বিচারক অনুপম মিত্তল 'এক্স'-এ এর স্ক্রিনশট শেয়ার করেছেন। নেটিজেনের নাম বিবেক, যার ইনস্টাগ্রাম হ্যান্ডেল '@greenflagvivek'। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি 'শাদি ডট কম' একটি রিল শেয়ার করেছে। এর মধ্যে একটি ছেলে তার প্রথম ডেটে যাচ্ছিল। তার বন্ধু তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ করেই ছেলের মাথায় আসে প্রথম ডেটে বরযাত্রী নিয়ে যাওয়াটা ভালো। সেই রিলে মন্তব্য করেছেন বিবেক। তাঁর প্রথম মন্তব্য ছিল-