আকাঙ্খার কাকিমা জানান, ‘আকাঙ্খার আত্মহত্যা করতে পারে না। ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাল রাতেও কথা হয়েছেছিল। কীভাবে কেউ আত্মহত্যা করবে! সমস্ত কিছুর মূলে সমর সিং। ’ তাঁর আরও অভিযোগ, ‘সমর সিং আকাঙ্খার থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন, যা দিচ্ছিল না। ফেরত চাইলে সমরের ভাই হুমকি দিয়েছিল মেরে ঝুলিয়ে দেব।’
আকাঙ্খা দুবে ও সমর সিং
রবিবারই মুক্তি পেয়েছে প্রয়াত ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খার নতুন মিউজিক ভিডিয়ো। এর আগে শনিবারও সোশ্যাল মিডিয়ায় কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। তারপরদিন হঠাৎ কেন আত্মহত্যার পথ বেছে নিলেন আকাঙ্খা দুবে? বারাণসীর সারনাথের হোটেল থেকে আকাঙ্খার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই নানান প্রশ্ন উঠে এসেছে। সন্দের তির গিয়ে পড়েছেন আকাঙ্খার প্রেমিক, ভোজপুরি গায়ক সমর সিং-এর উপর। এবার সমর সিং ও তাঁর তার ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে অভিনেত্রী আকাঙ্কা দুবেকে আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগে দায়ের হল FIR।
পুলিশ সূত্রে খবর, আকাঙ্খার মা মধু দুবের অভিযোগের ভিত্তিতে সমর সিং ও তাঁর ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার না হলেও প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
জানা গিয়েছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার বাসিন্দা, আকাঙ্খা দুবে একটি ছবির শুটিংয়ের জন্য বারাণসীতে এসেছিলেন এবং সেখানকারই হোটেলে ছিলেন। পুলিশ জানিয়েছে রবিবার ভোর পর্যন্ত দরজা না খোলায় হোটেলের কর্মীরা অভিনেত্রীর সহকর্মীদের পীড়াপীড়িতে তাঁর ঘরে ঢোকেন একটি মাস্টারকি ব্যবহার করে। এরপরই আকাঙ্খাকে সেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।