ছবিতে থাকা এই অভিনেত্রী কিন্তু একটা সময় বলিউডে একের পর এক ফ্লপ দিয়েছেন। ঝুলিতে আছে একটিই মাত্র হিট। খুবই অল্প বয়সে শুরু করেছেন কেরিয়ার। দেখুন তো জন্মদিনের দিন চিনতে পারছেন অভিনেত্রীকে? আচ্ছা তাহলে আরও একটু হিন্ট দিয়ে জানাই তিনি মাত্র ১৩ বছর বয়সে শুরু করেছেন কেরিয়ার। হিন্দু থেকে হয়েছেন মুসলিম। খালি ধর্মান্তরিত হওয়ার নয়, তিনি প্লাস্টিক সার্জারি করে আমূল বদলে ফেলেছেন নিজেকে। এবার পারলেন চিনতে? হ্যাঁ ইনি হলেন বার্থডে গার্ল আয়েশা টাকিয়া।
আরও পড়ুন: নায়ক-খলনায়ক সব নিজেই! দ্বৈতের বদলে তিনটি চরিত্রে ধরা দেবেন হৃতিক? কৃষ ৪-এ থাকছে আর কোন চমক?
প্রসঙ্গত আয়েশা টাকিয়া বলিউডের এমন একজন অভিনেত্রী যিনি কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন বলিউড ত্যাগ করেছিলেন। ২০০৪ সালে টারজান দ্য ওয়ান্ডার কার ছবির হাত ধরে বলিউডে পা রাখেন আয়েশা টাকিয়া। এরপর তাঁকে সোচা না থা থেকে শুরু করে সালামে ইশক, ওয়ান্টেড, পাঠশালা সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে। কিন্তু একটা সময় তিনি এই সিনে জগতকে বিদায় জানান। বর্তমান তিনি বিবাহিত, এবং সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন লাইম লাইট থেকে দূরে থেকেই।
আয়েশা টাকিয়ার বিষয়ে অজানা তথ্য
মাত্র ১৩ বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন। আয়েশা টাকিয়া। শাহিদ কাপুরের সঙ্গে কমপ্ল্যানের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। পরে আয়েশাকে দেখা যায় ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিয়ো মেরি চুনার উড় উড় যায়ে। তাঁর প্রথম বড় ব্রেক চুল আব্বাস মস্তানের ছবি টারজান দ্য ওয়ান্ডার কার।
পরে টারজান ছবিটি দর্শকদের মধ্যে কিছুটা সাড়া ফেললেও যখন মুক্তি পেয়েছিল বক্স অফিসে একেবারেই চলেনি। শুধু সেটা নয়, সোচা না থা থেকে শাদি নম্বর ওয়ান, সালামে ইশক সহ একাধিক ছবি পরপর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তখন ভাইজানের সঙ্গে ওয়ান্টেড ছবিতে যখন ধরা দেন আয়েশা তখন সেটি ব্লকবাস্টার হিট হয়।
আরও পড়ুন: মানসী-শুভজিতের মধ্যে আছে এক নিবিড় যোগ! ইন্ডিয়ান আইডল ছাড়াও দুজনে কীভাবে যুক্ত জানেন?
বলিউডে পা রেখেই আয়েশা প্রেমে পড়েছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থের। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর আলাদা হন তাঁরা। পরে অবশ্য অভিনেত্রী জানান তাঁদের বৈপরীত্য দারুণ বেশি ছিল। সেই কারণেই তাঁরা সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন। এরপর শোনা যায় আমিশা প্যাটেলের ভাই অস্মিতের সঙ্গে কিছুদিন প্রেম করেন আয়েশা। যদিও সেটা বেশিদিন টেকেনি। অবশেষে তিনি ২০০৮ সালে বিয়ে করেন ব্যবসায়ী ফারহান আজমিকে। ২০০৯ সালে ধর্মান্তরিত হন।