মাকড়সার কামড়ে মৃত্যু হল এক গায়কের। ব্রাজিলিয়ান গায়ক ডেলান মারাইসের মুখে একটি মাকড়সা কামড়ে দেয় গত ৩১ অক্টোবর। সেদিন থেকে ভীষণ ক্লান্ত বোধ করতে থাকেন তিনি। এমনকি পাল্টে যেতে থাকে ক্ষতর জায়গার রংটাও। এমনটাই তাঁর স্ত্রী সেখানকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
কী হয়েছিল ডেলান মারাইসের?
মাকড়সার কামড়ের পর থেকেই নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে তাঁর দেহে। বাদ যায় না অ্যালার্জিক রিঅ্যাকশন। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি করে। সাময়িক ভাবে চিকিৎসা করে গত শুক্রবার ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। কিন্তু বিপদ এড়ানো গেল না। এত রকমের জটিলতা দেখা দিতে শুরু করল যে গত সোমবার, ৬ নভেম্বর থেকে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।
আরও পড়ুন: ৯ বছর পর আবারও শাহরুখের হাত ধরলেন ফারাহ? রোহিতের সঙ্গে জুটি নিয়ে জল্পনা
আরও পড়ুন: শুভেচ্ছা জানাতে অস্বীকার, তবুও মহম্মদ শামি দীর্ঘদিন দলে থাকুন কেন চান তাঁর প্রাক্তন স্ত্রী?
এই ব্রাজিলিয়ান গায়কের মৃত্যুর পর একই রকম বিপদের মুখোমুখি হয়েছেন তাঁর সৎ মেয়ে। ১৮ বছরের সেই যুবতীকে বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাকড়সা কামড়ানোর পর। আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।