‘অ্যানিম্যাল’-এর হাত ধরে বড় পর্দায় দীর্ঘ দিন পর সাফল্যের মুখ দেখেছেন ববি দেওল। ‘জামাল কুদু’ গানে ববির নাচ, আর ছবিতে বোবার চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো সাড়া ফেলেছে দর্শকদের মনে। এই ‘জামাল কুদু’ ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়।
ছবির ‘জামাল কুদু’ গানটি ট্রেন, বাস, মেট্রো, দেশের প্রায় সর্বত্র এখন এই গানটিই চলছে। শুধু ভারত নয়, গোটা উপমহাদেশেই তুমুল জনপ্রিয় হয়েছে গানটি। এটি আসলে ইরানের বিয়ের গান। এর আসল নাম ‘জামালু জামালু’। যেটি আসলে হিন্দিতে গেয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী মুমতাজের ভাইঝি শেহনাজ রানধাওয়া। মূল গানটিতে সামান্য সুর-লয় পরিবর্তন করে দিয়েছেন ছবির সুরকার হর্ষবর্ধন রামেশ্বর।
সিনিয়র ফিল্ম জার্নালিস্ট চৈতন্য পাড়ুকোনকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহনাজ রানধাওয়া জানিয়েছেন, নেটদুনিয়ায় গানের এক দারুণ প্রতিক্রিয়া মিলেছে, এসব দেখে তিনি নিজে আপ্লুত। সঙ্গীতশিল্পী স্মৃতির পাতা বয়ে পুরনো কথা মনে করে জানিয়েছেন, তিনি যখন ছোট ছিলেন, তাঁর ঠাকুমা ইরানিয়ান এই লোকগীতি গেয়ে শোনাতেন। তাই এই সুরের সঙ্গে আগে থেকেই তাঁর পরিচিতি। আরও পড়ুন: বসন্তের রং লেগেছে নার্গিস ফাকরির জীবনে, প্রেমে পড়েছেন নায়িকা, জানালেন নিজেই