বাংলা নিউজ > বায়োস্কোপ > Bipasha Basu: বড় হয়ে দাদুর মতো ইঞ্জিনিয়ার হবে মেয়ে! দেবীর কোন কাণ্ড দেখে এ কথা বললেন বিপাশা
পরবর্তী খবর
Bipasha Basu: বড় হয়ে দাদুর মতো ইঞ্জিনিয়ার হবে মেয়ে! দেবীর কোন কাণ্ড দেখে এ কথা বললেন বিপাশা
2 মিনিটে পড়ুন Updated: 01 Feb 2024, 10:42 AM ISTPriyanka Bose
Bipasha Basu: ২০২২ সালের ১২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার।
মেয়ের সঙ্গে বিপাশা
দাদু হিরক বসুর মতো ইঞ্জিনিয়ার হতে চায় বিপাশা বসুর মেয়ে দেবী। সেই ঝলকই মিলল বিপাশার সোশ্যাল মিডিয়ার পাতায়। ছোট্ট দেবী সেজেগুজে রয়েছেন। তবে তাঁর নজর কিন্তু অন্য দিকে। সে ব্যস্ত ঘরবাড়ি তৈরির জিনিসপত্র নিয়ে। তাঁর নজর ‘স্ক্রু’-র দিকে। বিপাশা বসু সবসময় তাঁর মেয়ে দেবীর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অনুরাগীরা সেই সুন্দর মুহূর্তগুলো খুব পছন্দ করেন।
মেয়ের ভিডিয়ো শেয়ার করে বিপাশা লিখেছেন, ‘ইঞ্জিনিয়ার হওয়ার পথে। ঠিক দাদু হিরক বসুর মতো। শুধু দেখতে ভালোবাসে কিভাবে জিনিস তৈরি হয় বা তৈরি করা হয়’।
২০২২ সালের ১২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দেবীকে নিয়ে ভয়ানক কঠিন এক সত্যির কথা প্রকাশ্যে এনেছিলেন বিপাশা। জানিয়েছিলেন মেয়ের অসুস্থতা নিয়ে জন্মানোর কথা। আরও পড়ুন: ফিটনেস ট্রেনারের জন্মদিনে জানালেন শুভেচ্ছা, কোন বিশেষ দিনের কথা স্মরণ করলেন হৃতিক
কী হয়েছিল ছোট্ট দেবীর?
বিপাশা জানান, সন্তান জন্মের পর তিনি জানতে পারেন তাঁর মেয়ের হার্টে দুটো ছিদ্র রয়েছে। অর্থাৎ জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। যেকথা জানার পর ভেঙে পড়েন বিপাশা ও করণ। বিপাশা জানান, মাত্র ৩ মাস বয়সে তাঁদের মেয়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে। এদিন নেহার সঙ্গে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা বসু।