টিআরপিতে নিজের জায়গা পাকা করছে পল্লবী শর্মার নিম ফুলের মধু। নম্বর বাড়িয়ে জগদ্ধাত্রী প্রায় ধরে ফেলেছে অনুরাগের ছোঁয়াকে। দেখে নিন আর কে কোথায় রয়েছে।
টিআরপির সেরা দশ থেকে ছিটকে গেল মিঠাই। কে কোন পজিশন পেল দেখে নিন।
টিআরপি তালিকার টপে টানা বিরাজমান অনুরাগের ছোঁয়া। তবে চলতি সপ্তাহে নম্বর অনেকটাই কমল। যা প্রমাণ করছে দীপাকে নিয়ে সূর্যর সন্দেহ একটু হলেই একঘেঁয়ে লাগতে শুরু করেছে দর্শকের। এদিকে গত সপ্তাহের থেকে নম্বর বাড়িয়ে ঘাড়ে নিশ্বাস ফেলছে জগদ্ধাত্রী। .২ নম্বর বাড়িয়ে পরের সপ্তাহে টপকে যাওয়ার সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিন নম্বরে নিজের জায়গায় অনড় গৌরী এলো। চার নম্বরে উঠে এসেছে নিম ফুলের মধু। বাংলা মিডিয়ামকে হারিয়ে স্লট লিড করেছে। পাঁচে রয়েছে তিয়াসা-নীলের ধারাবাহিক। সঙ্গে পঞ্চমী। সুস্মিতা-রাজদীপের মেগা স্লট লিড করেছে শ্রুতি দাসের রাঙা বউকে পিছনে ফেলে দিয়ে। আরও পড়ুন: হবু বরের বাহুডোরে সঁপলেন নিজেকে, ইনস্টায় অন্তরঙ্গ ছবি শেয়ার করে নিলেন রূপসা
তবে সবচেয়ে খারাপ খবর নিসন্দেহে সেরা দশ থেকে মিঠাই-এর সরে যাওয়া। যা মেনে নিতে পারছেন না অনেকেই। আসলে মিঠি-র ট্র্যাকটা অনেকদিন থেকেই একঘেয়ে লাগতে শুরু করেছিল দর্শকদের। তবে স্লট কিন্তু ধরেই রেখেছে সৌমিতৃষা আর আদৃত। পাল্লা দিতে পারেনি শেষ হতে চলা নবাব নন্দিনী। আগামী সপ্তাহ থেকেই সৌমিতৃষাদের টক্কর হবে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসদের বালিঝড়-এর সঙ্গে। আরও পড়ুন: প্রেমে নেই আর রাখঢাক! সুহত্রকে লেখা লাভ লেটার সোশ্যাল মিডিয়ায় দিলেন দিতিপ্রিয়া