বাংলা নিউজ > বায়োস্কোপ > Bengali Silent Film: পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি, ‘জুতো’র ভাবনা কীভাবে এল সৌরিশের মাথায়

Bengali Silent Film: পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি, ‘জুতো’র ভাবনা কীভাবে এল সৌরিশের মাথায়

পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি সৌরিশ দে-এর ‘জুতো’

Bengali Silent Film: ৮০ মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক ছবি ‘জুতো’। পরিচালনায় সৌরিশ দে। আগামী ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নজরুল তীর্থে দেখানো হবে এই ছবি। কোথায় থেকে এই ছবির ভাবনা এল সৌরিশের?

চেনা ছকের বাইরে এ যেন এক অন্য গল্প। যে ছবিতে কোনও সংলাপ নেই, অথচ এমন কিছু মানুষের কথা মাথায় রেখে তৈরি, যা সংলাপ না বলেও মানুষের মনে দাগ কাটতে পারে। স্বাধীনভাবে পরিচালিত এই নির্বাক চলচ্চিত্র। নাম ‘জুতো’। ফিচার ফিল্ম পরিচালনায় নবাগত সৌরিশ দে। ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভাস্কর দত্ত এবং চলন্তিকা গঙ্গোপাধ্যায়।

নিজের কমলা রঙের জুতোর প্রতি অগাধ ভালোবাসা এক ব্যক্তির। জুতোর ঘোরেই তাঁর দিন কাটে। জুতো পরিষ্কারের সময় প্রেমিকার ফোন এলেও দেখার সময় নেই তাঁর। এমনকি বিরক্ত হয়ে বার বার উপেক্ষা করে সেই ফোন। একদিন হঠাৎই জুতোটা ছিঁড়ে যায়। এরপর? গল্পের শেষেও রয়েছে মজার ট্যুইস্ট। আদ্যোপান্ত মজার মোড়কে তৈরি নির্বাক চলচ্চিত্র ‘জুতো’। 

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের ছবি বানানোর কথা মাথায় কী করে এল? হিন্দুস্তান টাইমস বাংলাকে সৌরিশ দে জানিয়েছেন, ‘আসলে ছোট থেকে অনেক শর্ট ফিল্ম বানিয়েছি। তখন থেকেই নির্বাক শর্টফিল্ম বানাতে ভালো লাগত। কারণ বিষয়টা বেশ চ্যালেঞ্জিং বলে মনে হয় আমার। সংলাপ না বলে একটা মানুষের মনে দাগ কাটা, সংলাপ বলে বোঝানোর থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং।'

২০১৬ সালের শেষের দিকে এই ফিচার ফিল্মের স্ক্রিপ্ট লেখা শুরু করেন সৌরিশ। তাঁর কথায়, ‘সেই সময় সলমন খানের একটি ছবি মুক্তি পেয়েছিল। তা নিয়ে মানুষের মধ্যে বেশ একটা উন্মাদনা চলছিল। ঠিক সেই সময় এক প্রেক্ষাগৃহের সামনে দুই মূক-বধির ব্যক্তিকে দেখতে পাই। এক কোণায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে আকারে-ইঙ্গিতে আলোচনায় ব্যস্ত তাঁরা। কিন্তু ওই পোস্টার বা সলমনের ছবি সম্পর্কে ওঁদের কোনও উত্তেজনাই ছিল না। আমার মনে দাগ কাটে। মনে হয়েছিল ওঁরা হয়তো এই বিষয়টাকে বা মিউজিকগুলি উপভোগ করে না বা করতে পারে না। তাই ছবিটি নিয়ে হয়তো তাঁদের কোনও উত্তেজনাও ছিল না।'

‘জুতো’র প্রেস কনফারেন্সের ছবি
‘জুতো’র প্রেস কনফারেন্সের ছবি
‘জুতো’র প্রেস কনফারেন্সের ছবি
‘জুতো’র প্রেস কনফারেন্সের ছবি

‘তখনই মনে আসল, আমি যেমন নির্বাক শর্টফিল্ম বানাই ছবিটি যদি তেমন হয়, তাহলে হয়তো ওঁরা ভিজ্যুয়াল দেখে উপভোগ করতে পারবে এবং সেই ভিজ্যুয়ালই একটা গল্প বলে দিতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভাবনার সূত্রপাত।’

ছবির নাম ‘জুতো’ কেন? সৌরিশ জানিয়েছেন, ‘জুতো ভাবনাটা আসলে স্ক্রিপ্ট লিখতে লিখতে এসেছে। কারণ জুতো নিয়ে অনেক মানুষের অবসেশন খেয়াল করেছি। মজার বিষয় হল আমারও কিন্তু একসময় ছিল। কিন্তু ছবিতে যতটা দেখানো হয়েছে এতটাও ছিল না। সেই নিয়েই আমার মাথায় একটা ধারনা আসে, জুতো নিয়ে যদি কোনও মানুষের অবসেশন থাকে, তাহলে সেটা কী হতে পারে। এই পুরো ছবিতে হিসেব মতো জুতোটাকে আসল চরিত্র ধরা যেতে পারে। সেইটা নিয়ে একটা মানুষের একদিনের জার্নি। সেইটা দেখাতে গিয়ে, স্ক্রিপ্টটা লিখতে লিখতে মনে হয়েছে, জুতো-ই যথাযথ নাম হতে পারে।'

আগামী ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নজরুল তীর্থে দেখানো হবে ‘জুতো’। ৫০ জন মূক-বধির ব্যক্তিদের জন্য ছবি দেখানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ৮০ মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের এই নির্বাক ছবি সর্বসাধারণের কাছে আনতে চেয়েছিলেন সৌরিশ। চারপাশে বানিজ্যিক এবং ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত ছবির ভিড়ের মাঝে সাদামাটা কাস্ট নিয়ে ‘জুতো’র টিম, যা এই বাজারেও একটা অন্যতম বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে। তবে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলির ছবি দেখে আনন্দ পাওয়াটাও আসল বলে মনে করেন সৌরিশ।

 

বায়োস্কোপ খবর

Latest News

আমি নিজেও দোষী… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স? অন্তঃসত্ত্বা হওয়ায় ছাড়েন ছবি, তবে সন্দীপের ছবিতে ফিরলেন এই বলি নায়িকা, কে জানেন ইউনুসের এক ভুলেই জাতাকলে বাংলাদেশ, ভারতের পদক্ষেপে কান্নাকাটি বাংলাদেশিদের প্রতিদিন এই ছোট ফল খেলেই জেল্লা বাড়বে, হার্টও থাকবে চনমনে! দেখুন ৯ গুণের লিস্ট ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ কার ভাগ্যে কী রয়েছে? রইল ৩ মে ২০২৫র রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ আজ হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল ফলপ্রকাশ, কখন? কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন? ফের আগুন কলকাতায়, এবার নিউটাউনে, শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলল গুদাম

Latest entertainment News in Bangla

অন্তঃসত্ত্বা হওয়ায় ছাড়েন ছবি, তবে সন্দীপের ছবিতে ফিরলেন এই বলি নায়িকা, কে জানেন আতিফ, ফাওয়াদ-সহ কোন কোন পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রামে ব্লক করা হল ভারতে? জয়জিৎ-শ্রেয়ার ২০ বছরের বিয়ে ভাঙল? ডিভোর্সের পথে দম্পতি? কী দেখে সন্দেহ নেটপাড়ার বিরুষ্কার সঙ্গে ছবি পোস্ট নীতির, উঠে এল অদেখা ছবি! ভামিকা-অকায়রা আছে সেখানে? ক্যাটরিনা, আলিয়াকে ছেলে বানিয়ে দিল AI! রূপে শাহরুখ, হৃতিককেও হার মানাবেন ওঁরা 'আমার স্তন চেপে ধরে…', আশ্রম দিয়ে তুলেছিলেন ঝড়, ট্রেনে শরীরে হাত পড়ে অদিতির তাঁকে নির্বাসিত করা হয় দেশ থেকে! অ্যাপ্রন পরা এই লেখিকাকে চিনতে পারছেন? বাবা মারা যান আগেই, এবার প্রয়াত অনিল-বনির মা! ৯০ বছরে করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ ‘মরতে পারি, মারতেও পারি…’! বিয়ের পর অনবরত ট্রোল, শার্লিকে নিয়ে কী বললেন অভিষেক চুমকির সঙ্গে টেকেনি বিয়ে ! সত্যিই কি মত্ত অবস্থায় প্রেমিকাকে মারধর করেন লোকেশ?

IPL 2025 News in Bangla

আমি নিজেও দোষী… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স? ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.