Bangla Medium: হিট জুটির কামব্যাক ডাহা ফেল! ১১ মাসেই বন্ধ হচ্ছে নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম’। নেপথ্যের কারণ কী?
১১ মাসেই বন্ধ হচ্ছে বাংলা মিডিয়াম
মাত্র ১১ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার বাংলা মিডিয়াম। দু-দিন আগেই এই খারাপ খবর হিন্দুস্তান টাইমস বাংলার পাঠকরা জেনে গিয়েছে। স্বভাবতই পুজোর আগেই নীল-তিয়াসা জুটির ভক্তদের মুড-অফ। শুরু থেকেই টিআরপি-র লড়াই ‘নিম ফুলের মধু’র সৃজন-পর্ণার থেকে পিছিয়ে থেকেছে বিক্রম-ইন্দিরা জুটি। ‘কৃষ্ণকলি’র সুপারহিট জুটির ফিরে আসাটা সেভাব জমেনি। তাই ৩০০ পর্ব পার করতে না করতেই শেষ হচ্ছে টেন্ট সিনেমার এই মেগা। আরও পড়ুন-আতস কাঁচ,দূরবীন হাতে প্রেমিকার খোঁজ! আসছে দেব-পারোর ‘ভুতুড়ে ভালোবাসা’র গল্প