1 মিনিটে পড়ুন Updated: 26 Jan 2024, 10:42 PM ISTSubhasmita Kanji
Ayushmann Khurrana: আয়ুষ্মান খুরানার গলায় পাকিস্তানের জাতীয় সঙ্গীত! ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের রোষের মুখে গায়ক।
Ad
আয়ুষ্মানের কণ্ঠে পাকিস্তানের স্তুতি!
কিছুদিন আগেই রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। পোস্ট করেছিলেন একাধিক ছবি এবং ভিডিয়ো। আর কয়েকদিন কাটতে না কাটতেই বিতর্কে জড়ালেন অভিনেতা! সম্প্রতি এই বলিউড তারকার একটি অদেখা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আর আর সেটা প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
আয়ুষ্মান খুরানার ভাইরাল ভিডিয়ো
সম্প্রতি আয়ুষ্মান খুরানার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে একটি কনসার্টে অভিনেতাকে দিল দিল পাকিস্তান গানটি গাইতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই সেটা নিমেষে ভাইরাল হয়েছে। ভারতীয়রা রীতিমত গায়কের নিন্দে করছেন।
এক ব্যক্তি এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে এই ভিডিয়ো পোস্ট করে ৩৯ বছর বয়সী এই অভিনেতার এই কাজের রীতিমত নিন্দে করেন। সেখানে তিনি লেখেন যে বলিউড তারকারা টাকার জন্য যা খুশি তাই করতে পারেন। বিষয়ে বলে রাখা ভালো দিল দিল পাকিস্তান গানটি ভারতের পড়শি দেশের একটি দেশাত্মবোধ গান, একই সঙ্গে এটিকে পাকিস্তানের অঘোষিত জাতীয় সঙ্গীত বলেও ধরা হয়ে থাকে।
জনসত্ত্বা ডট কমের একটি রিপোর্টে জানানো হয়েছে এই ভিডিয়ো ভাইরাল হতেই আয়ুষ্মান খুরানার পিআর টিমের তরফে জানানো হয়েছে যে এই ভিডিয়োটি অনেক পুরনো। তাঁদের দাবি অনুযায়ী ২০১৭ সালের দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া একটি কনসার্টের ক্লিপ এটি। একই সঙ্গে সেখানে জানানো হয়েছে যে আলি জাফর অর্থাৎ পাকিস্তানের জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রথমে গানটি শুরু করেন তাঁর সঙ্গে পরে যোগ দেন আয়ুষ্মান। এই অনুষ্ঠানটি দুই দেশের সম্প্রীতির জন্য করা হয়েছিল।
এই অনুষ্ঠানে আদতে আয়ুষ্মান খুরানা চক দে গানটি গান। সেখানে তাঁর সঙ্গে যোগ দেন আলি জাফর। অন্যদিকে একই ভাবে আলি জাফর যখন দিল দিল পাকিস্তান গান তখন আয়ুষ্মান আবার তাঁর সঙ্গে গলা মেলান। কিন্তু বর্তমানে কেবল একটি অংশ শেয়ার করা হচ্ছে এই ভিডিয়োর যাতে সেটা নিয়ে সমস্যা তৈরি করা যায়।