অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় 'ব্রহ্মাস্ত্র' ২০২২-এর ছবিগুলির মধ্যে অন্যতম হিট। বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে ছবিটি বানাতে প্রায় ৬ বছর লাগিয়ে দিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আর এই ছবির সেটেই এগিয়েছিল রণবীর-আলিয়ার ব্যক্তিগত প্রেম। খুব শীঘ্রই 'ব্রহ্মাস্ত্র'-পার্ট-২ ও ৩ আনার পরিকল্পনার রয়েছে বলে জানিয়েছেন পরিচালক অয়ন।
পরিচালক জানান, 'ব্রহ্মাস্ত্র'-পার্ট-২ ও ৩-র শ্যুটিং একসঙ্গেই শেষ করে ফেলতে চান তিনি। যাতে পরের দুটি ছবি আগামী তিন বছরের মধ্যে প্রেক্ষাগৃহে আসতে পারে, সেটাই চান অয়ন। তবে ছবির চিত্রনাট্য লিখতে একটু সময় নিতে চান তিনি। অয়নের কথায়, ‘ব্রহ্মাস্ত্রর ২-৩- নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। তাই সেটার সঙ্গে আপোস করতে চাই না। চিত্রনাট্য ভালোভাবে লিখতে হবে।’ প্রসঙ্গ 'ব্রহ্মাস্ত্র' হিট করলেও রণবীর আলিয়ার এই ছবিতে হুসেন দালালের লেখা সংলাপ ‘বড়ই দুর্বল’বলে মনে হয়েছে বহু দর্শকের।
আরও পড়ুন-বাড়ি গুজরাট, উন্মুক্ত শরীরে আয়নার সামনে একেরপর এক ছবি সোফিয়া আনসারির, কে ইনি?
আরও পড়ুন-নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের ছবিতে কাজের জন্য বিড়ম্বনা? ঋত্বিক জানালেন…

'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর
অয়নের কথায়, 'ব্রহ্মাস্ত্র' ২০২২-এর বক্স অফিসে সবথেকে বেশি আয়কারী ছবি। তবে তারপরেও অনেক সমালোচনা আমার কানে এসেছে এবং আমি সেগুলির সঙ্গে অনেক অংশেই একমত। আর এই সমালোচনার অনেকটাই গল্প ও সংলাপের সঙ্গে যুক্ত। সেগুলো ভালো করে বুঝে নিয়ে পরের পার্টগুলো আরও ভালো করে বানাতে চাই।'
প্রসঙ্গত 'ব্রহ্মাস্ত্র' দেখার পর থেকেই 'শিবা'র বাবা-মা আসলে কে তা জানতে আগ্রহী দর্শক। এর পরের পার্টগুলিতেই দেব কে তা জানা যাবে? জানা যাবে ‘শিবা’র মা যিনি কিনা ‘জলাস্ত্র’কে নিজের আয়ত্তে রাখেন, তিনি আসলে কে? সেকথাও জানতে আগ্রহী দর্শকরা। শোনা যাচ্ছে, 'ব্রহ্মাস্ত্র'র পরের পার্টি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে বলে খবর। শোনা যাচ্ছে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে আমির খানকেও।