বলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে তাঁর ৭০ বছরের বেশি সময় হয়ে গিয়েছে। বলা যায় তাঁর জীবনের অধিকাংশ সময়টাই লাইট ক্যামেরা অ্যাকশনের সামনেই কেটেছে। সম্প্রতি এ হেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ মুখোমুখি হয়েছিলেন আরবাজ খানের। তাঁকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ খুললেন শাম্মি কাপুর থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহার সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে।
আরও পড়ুন: 'পাধারো মারে দেশ...' রাধিকাকে বরণ করতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা - শ্লোকাও
কী জানালেন আশা পারেখ?
দ্য ইনভিন্সিবেল সিরিজ সিজন ২ তে সদ্যই এসেছিলেন অভিনেত্রী আশা পারেখ। সেখানে এসে তিনি সেই যুগের কথা জানালেন যেখানে অভিনেত্রীরা ভীষণ ভাবে মদ্যপান করতে ভালোবাসতেন। তেমনই একটি দিনের কথা স্মরণ করে তিনি জানান একবার একটি শ্যুট বাতিল করে দিয়েছিলেন তিনি কারণ আগের দিন রাতে অতিরিক্ত মদ্যপান করায় তাঁর চোখ দুটো একেবারে লাল হয়েছিল।
একই সঙ্গে এদিন শাম্মি কাপুরের সঙ্গে তাঁর যে বিয়ের গুঞ্জন শোনা যায় সেই প্রসঙ্গেও কথা বলেন। জানান তাঁরা সত্যিই বিবাহিত ছিলেন।
আশা পারেখ এদিন কথায় কথায় জানান গুরু দত্ত নাকি তাঁর মাকে জানিয়েছিলেন যে তিনি কখনই অভিনেত্রী হতে পারবেন না। একই সঙ্গে কথা বলেন শত্রুঘ্ন সিনহা এবং তবে তিক্ত সম্পর্ক নিয়ে। এই বিষয়ে আশা পারেখ বলেন, 'উনি সবসময় চাইতেন যেন ওঁর মতো করে চলি। তারপর উনি যে স্টেটমেন্টগুলো দিয়েছিলেন সংবাদমাধ্যমকে তাতে আমার কিছু হয়নি। কিন্তু উনি নিজেই নিজেকে ছোট করেছেন।'