কার কাছে কই মনের কথা-তে তুতুলের চরিত্রে দেখা যাচ্ছে রুম্পাকে। অর্ণব কাজ করছেন মিঠিঝোরা। শীতেই এক হল চার হাত।
ভাতকাপড় হল অর্ণব আর রুম্পার।
টলিউডে বিয়ের ঘটঘটা লেগেছে গত বছর থেকেই। সৌরভ-দর্শনা থেকে শুরু করে, সন্দীপ্তা-সৌম্য, শ্রীপর্ণা-র মতো তারকারা বসেছেন এই শীতেই বিয়েতে। এসবের মাঝে বিয়ে করে ফেলেছেন ‘কার কাছে কই মনের কথা’র তুতুল। অর্থাৎ মানালি দে-র অনস্ক্রিন ননদ। ১২ বছরের প্রেম পরিণতি পেয়েছে অর্ণব-রুম্পার।
বিয়ের লুকের ছবি শেয়ার না করলেও, চার হাত এক হওয়ার ফোটো দিয়েছিলেন রুম্পা দাস ও অর্ণব চৌধুরী। বরের হাতের উপর হাত রেখেছিলেন ‘তুতুল’। হাত ভরা মেহেন্দি। আর হাতের উপরে রাখা ছিল রুপোর গাছকৌট। সেই ছবির ক্যাপশনে তাঁরা লিখেছিলেন, ‘যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম।’
বিয়ের লুক সামনে না এলেও, দেখা গেল ভাত কাপড়ের ভিডিয়ো। একটা ভিডিয়ো এসেছে সামনে। দেখা গেল লাল রঙের শাড়ি পরে আছেন রুম্পা। আর বরের সঙ্গে ম্যাচিং করে অর্নবও পরেছেন লাল রঙেরই পঞ্জাবি।
বিয়ের এই অনুষ্ঠানে নতুন বউ-এর হাতে ভাতের থালা ও নতুন কাপড় তুলে দেওয়া হয়।সঙ্গে বর দায়িত্ব নেয় বউের খাওয়া থেকে পরার। অর্ণব আর রুম্পা যদিও এরই মাঝে করে ফেললেন খুনসুটি। বউয়ের হাতে থালা তুলে অর্ণব বলেন, ‘তোমার দায়িত্ব নিচ্ছি’। সঙ্গে সঙ্গে ভুল শুধরে রুম্পা বলে, 'দায়িত্ব নিলাম বলো।'