বাংলা নিউজ > বায়োস্কোপ > Arjun Kapoor: 'সবাই চেয়েছিল যাতে আমি ব্যর্থ হই', হঠাৎ কেন এমন বললেন অর্জুন?
পরবর্তী খবর
Arjun Kapoor: 'সবাই চেয়েছিল যাতে আমি ব্যর্থ হই', হঠাৎ কেন এমন বললেন অর্জুন?
1 মিনিটে পড়ুন Updated: 19 Dec 2024, 11:27 PM ISTSubhasmita Kanji
Arjun Kapoor: অর্জুন কাপুর সম্প্রতি তাঁর জীবন থেকে কাজ, ব্যর্থতা সবটা নিয়েই মুখ খুললেন। বাদ দিলেন না সিংঘম এগেন ছবিটির পর তাঁর কাজের প্রশংসা নিয়ে কথা বলতেও।
Ad
অর্জুন কাপুর সম্প্রতি তাঁর জীবন থেকে কাজ, ব্যর্থতা সবটা নিয়েই মুখ খুললেন
অর্জুন কাপুর সম্প্রতি একটি পডকাস্টে জানালেন যে ২০১২ অর্থাৎ যবে থেকে তিনি বিনোদন জগতে পা রেখেছেন, কেরিয়ার শুরু করেছেন তবে থেকেই তাঁকে অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইশকজাদের মাধ্যমে আত্মপ্রকাশ করার পর ঠিক কতটা লড়াই করতে হয়েছে তাঁকে, কী কী সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাও জানালেন। দাবি করলেন, অনেকেই নাকি তাঁর ব্যর্থ হওয়ার অপেক্ষায় ছিলেন।
সিংঘম এগেন ছবিটির পর নতুন করে খ্যাতি পেয়েছেন অর্জুন কাপুর। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এই বিষয়ে তিনি রাজ শামনির পডকাস্টে জানান, 'রোহিত স্যার আমায় যখন জানালো যে মানুষজন আমায় নিয়ে কথা বলছে, ছবিতে আমার দাপট নিয়ে আলোচনা করছে তখন খুব খুশি হয়েছিলাম। ওটা একটা গর্বের ব্যাপার ছিল কারণ বহুদিন ধরে অনেকেই চাইছিলেন যাতে আমি ব্যর্থ হই। আমি অনেকে বলতে তাঁদের কথা বললাম যাঁরা সবেতেই খুঁত ধরেন, ক্লিকবেট খোঁজেন বা ট্রোল করেন। ওঁদের কাছে আমি ইজি টার্গেট ছিলাম।'
অর্জুন এদিন এও জানান যে তাঁর পদবী থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা শুনতে হয়েছে। তিনি বলেন, ' অনেকেই ভাবতেন আমি কাজ করতে ভালোবাসি না। আমার উন্নতি করার কোনও ইচ্ছে নেই। আমার অভিনেতা হওয়ার যোগ্যতা নেই। এরপর শারীরিক ভাবেও আমায় অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অসুস্থতার কারণে। তখনও অনেকেই না জেনে নানা কথা বলেছেন।' অর্জুন এদিন সাফ সাফ জানিয়ে দেন, 'রিভিউকে, মতামতকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ব্যক্তিগত আক্রমণকে নয়।'
বিগত কয়েক বছর ধরে বেশ চাপের মধ্যেই ছিলেন অর্জুন কাপুর। ২০২১ সালে মুক্তি পাওয়া তাঁর সর্দার কা গ্র্যান্ডসন বা ভূত পুলিশ, ২০২২ সালের এক ভিলেন রিটার্নস, কুত্তে ইত্যাদি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে এই বছর সিংঘম এগেন ছবিটিতে তিনি স্বমহিমায় দাপট দেখিয়ে ফিরে এলেন। রোহিত শেট্টি পরিচালিত ছবিটি এই বছর দীপাবলিতে মুক্তি পেয়েছে।