অযোধ্যা পাহাড়ের উপর পুরুলিয়ার ঘন জঙ্গলের মাথায় তৈরি হয় চল্লিশ ফুট লম্বা দেবীর মূর্তি। সেই মূর্তিকে ঘিরে হয় 'বানসারা' ছবির শ্যুটিং। জানা যাচ্ছে, মাফিয়া আর পুলিশের লড়াই নিয়ে পৌরাণিক গল্পের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। ছবির ৮০ শতাংশ শ্যুটিং হয়ে গেলেও ২০ শতাংশ এখনও বাকি বলেই জানাচ্ছেন পরিচালক।