
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্পর্ক এবং জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এবার ইনস্টাগ্রামে খুল্লামখুল্লা উত্তর দিলেন অভিনেত্রী অনুষা দান্ডেকর। শেয়ার করেছেন জীবনের আরও নানান ঘটনা। ইনস্টাগ্রামে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিয়েছেন অনুষা।
এক অনুরাগী অনুষাকে প্রশ্ন করেন, তিনি কখনও কাউকে প্রতারণা করেছেন কিনা? জবাবে অনুষা স্বীকার করে বলেন, ‘আমার বয়স বছর ২০ কোঠায় ছিল। আমি ভেঙে গিয়েছিলাম, বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। কোনও অজুহাত নয়, শুধু ঘটে গিয়েছিল। আমি অবিলম্বে সেই ব্যক্তিকে জানিয়েছিলাম, সেখানেই সব শেষ করেছিলাম। তারপরও আমরা সেরা বন্ধু ছিলাম এবং আজও বন্ধু’।
নিজের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন অনুষা। তিনি লিখেছেন, ‘একা, সেক্সি এবং স্বাধীন। টাকা উপার্জন করছি শুধু!’ এমনকি নিজের জীবনের বেশ কিছু আদর্শ চিন্তাভাবনার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, যথেষ্ট সাহসী তিনি এবং নিজের সিদ্ধান্তে স্থির। নিজেকে ভালোবাসেন। সেই সঙ্গে এড়িয়ে চলেন, 'কারসাজি', ‘মিথ্যে সাজা’, 'খারাপ স্বাস্থ্যবিধি' এবং 'গসিপ' এসব।
'সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা' সম্পর্কে কথা বলতে গিয়ে অনুষা বলেন, ‘আমার ১৬ বছর বয়স থেকেই স্তনের উপর অল্প-বিস্তর লাম্প(মাংসপিণ্ড) ছিল। আমি ভাগ্যবান সেইটা আমার নজরে এসেছিল। অস্ট্রেলিয়ার এক স্কুলে সেগুলি দেখা শেখানো হত। যেই কারণে আমি খুব কৃতজ্ঞ! সব স্কুলেরই এমন শেখানো উচিত’।
তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর অনেকগুলো লাম্প সরিয়ে ফেলতে সক্ষম হয়। কিন্তু পরে একটা বায়োপসি করে দেখতে পান, আরও বড় একটা লাম্প পাওয়া গিয়েছে তাঁর শরীরে। সেই বায়োপসি করতে গিয়ে দারুণ ব্যথাও পেয়েছিলেন তিনি। সেই সময় ক্ষণিকের জন্য অভিনেত্রীর মা দূরে ছিল। সেখানে উপস্থিত এক পুরুষ নার্স নাকি অনুষার হাত ধরে বলেন, তিনি ঠিক হয়ে যাবেন। অনুষা অবশ্য পরে সুস্থ হয়ে উঠেছিলেন বলে জানান।
আনুশা এমটিভির জন্য হাউস অফ স্টাইল, টিন ডিভা এবং লাভ স্কুল সহ বেশ কয়েকটি শো হোস্ট করেছেন। তিনি বিরুদ্ধ এবং অ্যান্টনি কৌন হ্যায়-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports