এক মিশকায় রক্ষে নেই এবার তাঁর দোসর হয়ে অনুরাগের ছোঁয়ায় এন্ট্রি নিচ্ছেন নতুন খল নায়িকা? এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। মিশকাকে খুনের দায়ে আপতত জেলবন্দি সূর্য। স্বামীকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া দীপা। গল্পের এই টানাপোড়েনের মাঝেই সিরিয়ালে বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যকে। দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরলেন আয়েশা। হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী স্বয়ং।
কোন ভূমিকায় দেখা যাবে আয়েশাকে? জানালেন, ‘মিশকাকে সূর্য খুন করেছে। এটা প্রমাণ করার দায়িত্ব আমার উপর। আমি এখানে সূর্যর বিরোধী আইনজীবীর ভূমিকায় অভিনয় করছি’। সুতরাং বোঝাই যাচ্ছে সূদীপা-র জীবনকে আরও বেশি কঠিন করে তুললেই গল্পে এন্ট্রি হচ্ছে উকিল আয়েশার। নাম ঠিক হয়নি চরিত্রের। তবে এটি খলচরিত্র নয়। আয়েশা নিজের চরিত্র নিয়ে জানালেন- ‘খুব ইয়াং আর বোল্ড একজন আইনজীবী, স্ট্রেটকাট, সাক্সেসফুল। সত্যের হয়ে লড়াই করে’।
মাঝে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আয়েশা। হাতে কাজ না থাকার জেরেই ভুগছিলেন ডিপ্রেশনে। তবে সে-সব এখন অতীত। ‘বাপের বাড়ি’তে ফিরে দারুণ খুশি তিনি। জানালেন, ‘অনেকদিন পর মেগায় কামব্যাক করছি, আমি খুব হ্যাপি। কারণ মাঝে ডিপ্রেশনের মধ্যে দিয়েও যাচ্ছিলাম। নিজের জায়গায় ফিরে ভালো লাগছে। মেগা সিরিয়ালটা আমার বাপের বাড়ি, আর সিনেমার কাজটা আমি শ্বশুরবাড়ি বলি। এতদিন পর আমি বাপের বাড়িতে ফিরে অক্সিজেন পাচ্ছি’।
এদিন অনুরাগের ছোঁয়ার মেকআপ রুম থেকে এই মিষ্টি ছবি শেয়ার করে আয়েশা লেখেন- ‘নতুন কিছু আসছে’। দিন কয়েক আগেই জিতের ‘চেঙ্গিজ’-এ দেখা গিয়েছে আয়েশাকে। বুমেরাং ছবিতেও অভিনয় করেছেন আয়েশা। নাচের রিয়ালিটি শো-দিয়ে লাইম লাইটে উঠে এসেছিলেন খুদে আয়েশা। পরবর্তীতে ‘লাবণ্যর সংসার’, ‘খনা’র মতো সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁর কামব্যাক নিয়ে উত্তেজিত অনুরাগীরা।
সোনা-রূপা তারই সন্তান এই কথা সদ্যই জেনেছিল সূর্য। দীপাকে কাছে টেনে নিয়ে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখতেই নতুন চাল চালে মিশকা। নিজেকে সূর্যর হবু সন্তানের মা বলে দাবি করে, সেই পর্দা ফাঁস করতে গিয়েই নতুন ঝামেলায় সূর্য। মিশকার খুনি হয়ে জেলবন্দি সে। উকিল আয়েশার সঙ্গে হাত মিলিয়ে সূর্য-দীপার জীবনে নতুন ঝড় আনবে মিশকা। সুতরাং টিআরপির দৌড়ে অনুরাগের ছোঁয়াকে টেক্কা দেবে এমন সাধ্যি কার! আয়েশার ট্র্যাক কবে থেকে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে খুব শীঘ্রই নতুন টুইস্ট আসবে গল্পে।