বলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা অনুপম খের বর্তমানে রয়েছেন জার্মানির মিউনিখে। কাজের সূত্রেই তিনি রয়েছেন সেখানে। জার্মানি থেকে অভিনেতা একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন গায়কের সঙ্গে গান গাইছেন তিনি।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করে অনুপম জানান, তিনি থমাস শোল নামে এক ব্যক্তির পাশে দাঁড়িয়ে গান গেয়েছেন, যিনি রাস্তায় গিটার বাজিয়ে গান গাইছিলেন। ওই ব্যক্তি যখন অনুপমকে গানটির বিষয়ে জিজ্ঞাসা করেন তখন অভিনেতা বলেন, ‘গানটি অনেক গানের মিশ্রণ।’ গানের ভাষা জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, ‘এটি কোনও ভাষা নয়।’
আরও পড়ুন: সৃজিতের পরের ছবিতে অ্যালেকজান্দ্রা টেলর? জল্পনা উসকাতেই কী বললেন?
আরও পড়ুন: আসতে চলেছে ‘পঞ্চায়েত ৪’! মুক্তির কথা ঘোষণা করতে বেছে নেওয়া হল কাদের?
ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনুপম ধূসর সোয়েটার, কালো প্যান্ট, টুপি এবং স্নিকার্স পরে আছেন। তিনি গান গাইছেন আর সেই ব্যক্তি গিটার বাজাচ্ছেন। গান শেষ করে অনুপম তাঁকে ধন্যবাদ জানান, প্রণাম করেন এবং হাত জোড় করেন।
জার্মানির রাস্তায় অনুপমের গান গাওয়া দেখে অনেকেই এগিয়ে আসেন অনুপমের দিকে। এক ভক্ত সেলফি তোলেন অভিনেতার সঙ্গে। ওই ভক্তের সঙ্গে কিছুক্ষণ কথা বলে সেলফি তোলার সেই ছবি পোস্ট করে ক্যাপশনে অনুপম লেখেন, ‘আমি মিউনিখ, জার্মানির একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা গায়ক #ThomasScholl কে অনুরোধ করেছিলাম যে আমি গান গাইতে পারি। তিনি ভেবেছিলেন আমি কোনও খ্যাতনামা গায়ক। তাই তিনি আমাকে গান গাইতে দিলেন।’
অনুপম এও লেখেন, ‘ওই গায়ক যখন আমার গানের ভাষা খুঁজে বের করার চেষ্টা করছিলেন এবং আমার খারাপ গান শোনার শক থেকেও নিজেকে বের করছিলেন, ঠিক তখনই একজন ভারতীয় আমার সঙ্গে সেলফি নিতে এলেন। ওই দৃশ্য দেখে উনি ভেবেছিলেন আমি কোনও বিখ্যাত গায়ক। পরবর্তীকালে আবার হেসে আমাকে বলেন, যে এত খারাপ গান গায় তার আবার কি করে ভক্ত থাকতে পারে!!!’
আরও পড়ুন: ৮৭ বছরে জীবনাবসান, মনোজ কুমারের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন অক্ষয়, করণের
আরও পড়ুন: একটি বা দুটি নয়, করিনার টানা ১০টি সিনেমা হয়েছিল ফ্লপ, এক নজরে দেখুন তালিকা
অনুপমের কাজ প্রসঙ্গে
অনুপম বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘তানবি দ্যা গ্রেট’ ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। এই সিনেমাটি তিনি পরিচালনা করছেন। সিনেমায় অভিনয় করছেন গেম অফ থ্রোন্সের অভিনেতা ইয়ান গ্লেন। ছবিতে সুর দেবেন এমএম কিরাভানি।