তিনি নিজেও ছিলেন গানের রিয়েলিটি শোয়ের প্রতিযোগী। সেখান থেকে এখন নিজেই বিচারক হয়েছিল। আর সদ্যই শেষ হল সেই শো সারেগামাপার পথচলা। দেয়াশিনী এবং অতনুর মাথায় উঠল সেরার মুকুট। বিগত কয়েক মাসের পথ চলা থামতেই এদিন আবেগঘন হয়ে পড়েন এবারের অন্যতম বিচারক অন্তরা মিত্র। লেখেন একটি আবেগঘন বার্তাও।
আরও পড়ুন: দেয়াশিনী এবং অতনুর দখলে এবারের সারেগামাপার বিজয়ীর খেতাব! আরাত্রিকা, সাঁই, অনীকরা কে কী হলেন?
আরও পড়ুন: মায়ের পাশে বসা এই খুদেই কিন্তু বর্তমানে টলিউড কাঁপাচ্ছেন, দেখুন তো চিনতে পারছেন নায়িকাকে?
কী লিখলেন অন্তরা?
অন্তরা মিত্র এদিন তাঁদের এবারের সারেগামাপার সফরের বেশ কিছু ছবি পোস্ট করেন। সেই ছবিগুলোতে কোথাও শ্যুটের ফাঁকে আড্ডা তো কোথাও কোনও বিশেষ মুহূর্ত তো কোথাও আবার গোটা টিমের ছবি দেখা যাচ্ছে।
এদিন এই ছবিগুলো পোস্ট করে অন্তরা মিত্র লেখেন, 'জীবনের এই অধ্যায়ের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সারেগামাপা। অভিজিত সেন দাদা কত কিছু শিখলাম, তুমি সত্যিই একজন প্রকৃত ভবিষ্যতদ্রষ্টা এবং তারকা নির্মাতা। সংহিতা ঘোষ মামিয়া তুমি না থাকলে এই সফরটা এত সুন্দর হত না। তুমি সত্যিই ভীষণ ভালো একজন মানুষ। অনি, আবীর, অর্নব, সঙ্গীতা তোমরা সবাই এত অনুপ্রেরণা জুগিয়েছ যে কী বলি। সমস্ত মিউজিশিয়ান দাদারা, গ্রুমার্সরা, বরুণ দা, বাবুয়া দা, সমস্ত ক্যামেরা টিম, সাউন্ড টিম, অন সেট প্রোডাকশন টিম, হেয়ার অ্যান্ড মেকআপ টিম তোমরা সবাই মিলে সারেগামাপার দিনগুলো ঝলমলে করে দিয়েছিলে।'
তিনি এদিন আরও লেখেন, 'আর এক পরম পাওয়া হল, এত গুণী মানুষগুলোর সঙ্গে লাঞ্চ খাওয়া আর দেদার আড্ডা দেওয়া। ইন্দ্রদীপ দাশগুপ্ত দা, শান্তনু দা , রাঘব দা , জোজো দি, কৌশিকী দি, জাভেদ জি, ইমন ও আবির। কি খাওয়া না খেয়েছি। জীবনের এক অমূল্য স্মৃতি। সকলকে আমার শুভেচ্ছা।'
আরও পড়ুন: শ্রেয়ার কণ্ঠে যেন ফিরলেন খোদ লতা! ইন্ডিয়ান আইডলে ‘লগ যা গলে’র জাদুতে মুগ্ধ শ্রোতারা
প্রসঙ্গত এবারের সারেগামাপায় বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী। দ্বিতীয় স্থানে আছেন ময়ূরী। না, তবে ময়ূরী একা নন। এই একই পদে রয়েছেন সাঁই-ও। তৃতীয় স্থান অধিকার করেছেন সত্যজিৎ। পাহাড়ের ছেলে আরিয়ান কোনও স্থান পাননি। তবে আরাত্রিকা পেয়েছে একটি বিশেষ সম্মান। কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এদিন। অন্যদিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু। দ্বিতীয় স্থানে আছে ঐশী। তৃতীয় স্থানে অনীক। সৃজিতা চতুর্থ হয়েছে।