টেবিলের উপর রাখা কিছু পোড়া সিগারেট, মাদের বোতল, আর দু'প্যাকেট মাদক, আর রক্তলাগা রোদচশমা। আর তারই উপরে লেখা 'অঙ্কুশ মোশন পিকচার্স' আর তাতেই আগুন লাগলো। দেখা মিলল বেশ কয়েকজন বাচ্চার, তাদের প্রত্যেকের হাতেই জ্বলন্ত মশাল। দেখা গেল কাজল পরা চোখে রূঢ় সেই দৃষ্টি। তিনি সামনে এলেন, ঠোঁটের কোণে হাতে করে ধরা জ্বলন্ত সিগারেট। শার্টের বোতাম খোলা, হাতে মদের বোতল, তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। অসংখ্য মৃতদেহের উপর তিনি বসে। ইনি আর কেউ নন 'মির্জা' অঙ্কুশ। মহালয়ার সকালে এভাবেই সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সৌজন্য 'মির্জা'র টিজার।
মহালয়ার সকালে সিগারেটের ধোঁয়া ছেড়ে জবরদস্ত এন্ট্রি নিলেন অঙ্কুশ। তাঁর চোখে মুখে বদলা নেওয়ার আগুন জ্বলছে। বললেন ‘নাম নয়, ইজ্জত চাই’। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অঙ্কুশ প্রযোজিত ছবি 'মির্জা'র কাজ নাকি বিশ বাঁও জলে। মহালয়ার দিন ছবির টিজার পোস্ট করে তারই জবাব দিলেন অভিনেতা।
আরও পড়ুন-রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, শুভশ্রীর সঙ্গে তিক্ততা নিয়ে মুখ খুললেন কৌশানি, কী বলছেন বনি?
আরও পড়ুন-জাসসির সেটে সেদিন শাহরুখ এসেছিলেন, সঙ্গে ছোট্ট আরিয়ান আর সুহানা, কী ঘটেছিল?