গত ২৩ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল রানা সরকার প্রযোজিত ছবি ‘অঙ্ক কি কঠিন’। সৌরভ পালোধি পরিচালিত এই ছবিটি তিন খুদের বড় স্বপ্নকে ঘিরে তৈরি করা হয়েছিল। বড় পর্দায় মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটি দর্শকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি।
সম্প্রতি হইচই- এর তরফ থেকে ‘অঙ্ক কি কঠিন ছবির একটি পোস্টার পোস্ট করা হয়েছে। ছবিতে তিন ক্ষুদেকে দেখানোর পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ছবিটির ওপরে বড় বড় করে লেখা ওয়াল্ড প্রিমিয়ার, পাশেই লেখা সিনেমাটি মুক্তির তারিখ, ৮ অগষ্ট।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
সিনেমাটির পোস্টার পোস্ট করে হইচইয়ের তরফ থেকে ক্যাপশনের লেখা হয়েছে, ‘জীবনের অঙ্ক মেলানো কি এতটাই সহজ? তিন শিশুর এক বড় স্বপ্ন দেখার গল্প, বলতে আসছে অঙ্ক কি কঠিন। হইচই-এর পর্দায় আগামী ৮ অগস্ট আসতে চলেছে।’
প্রসঙ্গত, সিনেমাটি মুক্তির আগে চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতীয় প্যানরোমা গোয়া এবং নবম ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছিল এই ছবিটি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি স্থান পাওয়ায় আনন্দে উৎফুল্ল হয়েছিলেন নির্মাতারা।
তবে ‘অঙ্ক কি কঠিন’ সিনেমাটি যখন বড় পর্দায় মুক্তি পেয়েছিল তখন প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন, এই ছবিটি ডিজিটাল প্লাটফর্মে আনবেন না তিনি। সিনেমা হলে গিয়ে সিনেমাকে বাঁচানোর বার্তা দিয়েছিলেন রানা। কিন্তু এত কিছুর পরেও ছবি মুক্তির ৩ মাস অতিক্রান্ত হতে না হতেই ডিজিটাল প্লাটফর্মে সিনেমাটি মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
তবে শুধু রানা সরকার নন, আমির খান ‘লাপাতা লেডিস’ ছবির কথা উল্লেখ করে ঘোষণা করেছিলেন ‘সিতারে জমিন পর’ ছবিটি শুধুমাত্র বড় পর্দায় মুক্তি পাবে। কোনও ডিজিটাল প্লাটফর্মে সিনেমাটি মুক্তি পাবে না। ছবির স্বার্থে এক্ষেত্রেও এমন সিদ্ধান্ত গ্রহণ করার পরেও ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘অঙ্ক কি কঠিন’।