‘অ্যানিম্যাল’ এবং ‘ফাইটার’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়োচ্ছেন অভিনেতা অনিল কাপুর। এবার এল আরও এক নতুন তথ্য। এই ছবিতে কাজ করার পরে এখন খবর, এবার তিনি শীঘ্রই যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হতে পারেন। যদি এটি সত্যি হয়, তবে সলমন খান এবং হৃতিক রোশনের পর অনিল কাপুরও যশরাজের স্পাই ইউনিভার্সে যোগ দেবেন।
স্পাই ইউনিভার্সে যোগ দিচ্ছেন অনিল?
দীর্ঘ দিন ধরেই খবর, YRF সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'পাঠান' এবং ' টাইগার থ্রি' - এর মতো ছবি দিয়ে তার স্পাই ইউনিভার্সকে প্রসারিত করতে চলেছে। হৃতিক রোশনের 'ওয়ার ২' এবং আলিয়া ভাটের শিরোনামহীন থ্রিলার মুভিও রয়েছে এই তালিকায়।
আরও পড়ুন: ‘অস্থির হয়ে পড়েছিলাম..’, ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃতির
কী বলছে রিপোর্ট
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, আলিয়ার ছবিতে RAW চিফের ভূমিকায় অভিনয় করতে পারেন অনিল কাপুর। খবর অনুযায়ী, অনিল কাপুর YRF স্পাই ইউনিভার্সে যোগ দিয়েছেন এবং এখন তিনি গিরিশ কার্নাডের জায়গায় RAW চিফের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিব রাওয়েল পরিচালিত এই অ্যাকশন-প্যাকড থ্রিলার ছবিতে আলিয়া ভাটের সঙ্গে শর্বরী ওয়াঘকেও দেখা যাবে।
আরও পড়ুন: 'কোনওদিন খাইনি, অপপ্রচার করা হচ্ছে..’, কংগ্রেস নেতার গোমাংস মন্তব্যে এবার পালটা জবাব দিলেন কঙ্গনা
স্পাই-ইউনিভার্সের ছবির অংশ আলিয়া
'রাজি' ছবিতে গুপ্তচর হয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন আলিয়া ভাট। তারপর সেখানে গিয়ে তাঁর কার্যকলাপের কথা কমবেশি সব সিনেমাপ্রেমীদেরই জানা। ফের একবার গুপ্তচরদের দলে যোগ দিচ্ছেন আলিয়া। তবে একটু অন্যভাবে, এবার চরবৃত্তির সঙ্গে পুরোদমে যোগ হবে অ্যাকশন। হ্যাঁ, শাহরুখ-সলমন-হৃত্বিক- ক্যাটরিনা-দীপিকাদের মতো করেই এবার স্পাই-ইউনিভার্সের ছবির অংশ হচ্ছেন ভাট কন্যা। সৌজন্যে যশ রাজ ফিল্মস।
আরও পড়ুন: লিপ জব করিয়েছেন? ‘ফিলটার বলে ফিলার নয়..’, নেটিজেনের ট্রোলের পালটা জবাব দিলেন মন্দিরা
FICCI ফ্রেমে ২০২৪-এর অনুষ্ঠানে এখবর নিশ্চিত করেছেন খোদ যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি। স্পাই ইউনিভার্সে নতুন কী ঘটতে চলেছে? এ প্রশ্নে যশ রাজ ফিল্মসের সিইও বলেন, ‘আমি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে গোপন খবর ফাঁস করছি। যেটা হল আলিয়া ভাট এবার একটা স্পাই ইউনিভার্স ছবির কেন্দ্রীয় চরিত্র হতে চলেছেন। তবে শ্যুটিং শিডিউল কবে, তা পরেই ঠিক হবে। আমি বিষয়টা নিয়ে খুবই রোমাঞ্চিত এবং উত্তেজিত।’