
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জামনগরে টানা তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠান হল অনন্ত-রাধিকার। দেশ বিদেশের নামী-দামি ব্যক্তিরা জড়ো হয়েছেন জামনগরে। অনুষ্ঠানের তৃতীয় দিনের অতিথি ছিলেন গায়ক একন। মঞ্চে তারকাখচিত পারফর্ম্যান্সে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এ দিন মঞ্চে ছিলেন সলমন খানও। তাঁকে কোলে তোলার চেষ্টা করেন অনন্ত আম্বানি। এরপর অভিনেতা উদ্দাম নাচে মত্ত ছিলেন, আর অভিনেতার বডিগার্ড শেরা তাঁকে কোলে তুলে নাচতে শুরু করেন।
মঞ্চে নাচছেন সলমন খান
একনের লাইভ পারফর্ম্যান্স চলাকালীন দেখা যায়, সলমনকে স্টেজের মধ্যেই কোলে তোলার চেষ্টা করেন অনন্ত আম্বানি। এরপর অনন্ত ডাকেন শেরাকে। অভিনেতার খুব কাছের এবং বিশ্বস্ত বডিগার্ড শেরা মঞ্চে এসে সলমনকে কোলে তুলে নেন। সলমন উচ্চস্বরে উল্লাস করতে থাকেন। এই মুহূর্তটি একন তার ফোনে বন্দী করেছেন। সলমনকে শেরার কোলে হাত তুলে নাচতে দেখা যায়। আরও পড়ুন: জামনগরে দেখা মিলল 'অঞ্জলি-টিনা'র, রানির সঙ্গে ফ্য়ান গার্ল মোমেন্ট শেয়ার করলেন সারা
'ছাম্মাক ছাল্লো' পারফর্ম্যান্সের সময় একনকে শাহরুখ খান, কন্যা সুহানা খান, সলমন খান, এবং নববধূ রাধিকা মার্চেন্ট সহ আরও অনেক সেলিব্রিটির সঙ্গে নাচতে দেখা গিয়েছে। শাহরুখের ছবি 'রা ওয়ান' থেকে ছম্মক ছলো গাইছিলেন মার্কিন হিপহপ গায়ক একন। তবে একটু অন্যভাবে। ঢোলের তালে ছম্মক ছলো গাইছিলেন তিনি।
আর একনের সেই গানের সুরে একসঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল শাহরুখ-গৌরী, সলমন, সুহানাদের। নাচছিলেন হবু বর অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট সহ আরও অনেকেই। একন গাইতে গাইতে সলমনকে জড়িয়ে ধরলেন। সলমনও খোশ মেজাজে নাচছিলেন। তাঁর পরনে জিন্স, কালো টিশার্ট, লাল জ্যাকেট। তাঁর ঠিক পিছনেই নাচছিলেন গৌরী খান। গৌরী পরেছিলেন জিন্স, সাদা টি-শার্ট সঙ্গে ব্লেজার। মেয়ে সুহানাকে জড়িয়ে ধরে নাচছিলেন শাহরুখ। সুহানা নীল ড্রেসের সঙ্গে চাপিয়ে নিয়েছিলেন কালো জ্যাকেট। শাহরুখকেও কালো পোশাকেই দেখা গেল। তাঁদের সঙ্গে দেখা গেল শানায়া কাপুরকেও। হবু কনে রাধিকাকে কখনও গায়ক একন, কখনও আবার সলমন খানের সঙ্গে নাচতে দেখা গেল। সকলেই ছিলেন পার্টি মুডে।
এদিকে গুজরাটের জামনগরে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা। প্রথমদিনে গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, বহু ব্যক্তিত্বকে দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও। শেষদিনের অনুষ্ঠানের শ্রেয়া ঘোষাল, অরিজিতের যুগলবন্দি মন কাড়ে অনুরাগীদের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports